সময়টা যেন স্বপ্নের মত পার হচ্ছে নারী টাইগাররাদের, সাফল্য ধরা দিচ্ছে তাদের সব দিকেই, আর তার প্রমান স্বরুপ এক মাসে তিন শিরোপা জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
গত এক মাসে নারী টাইগাররা জিতেছে ৩ টি ট্রফি, গত মাসে মালয়েশিয়া থেকে এশিয়া কাপের সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরেছিল টিম টাইগ্রেস। নারী বিশ্বকাপ বাছাই পর্বের আগে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ২-১ সিরিজ জিতে আরেকটি ট্রফি বগলদাবা করে সালমা খাতুনের দল। আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন রুপালি রংয়ের ট্রফি।
আর এই দুর্দান্ত সব অর্জনের সম্মান স্বরুপ এবার আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটোতে শোভা পেয়েছে বাংলাদেশ নারী দলের ট্রফি হাতে উদযাপনের ছবি।