বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ দিয়েই আইসিসির কিছু নতুন নিয়মের যাত্রা শুরু হতে যাচ্ছে! আসুন দেখে নিই নতুন নিয়ম গুলা :
১.ব্যাটের_মাপ: এখন থেকে ক্রিকেট ব্যাটের মাপ হবে প্রস্থে ১০৮ মিলিমিটার, পুরুত্ব ৬৭ মিলিমিটার এবং ব্যাটের প্রান্তভাগের মাপ হবে ৪০ মিলিমিটার। ব্যাটসম্যান আধিপত্য কমাতেই এমন সিদ্ধান্ত
২.রানআউট: এতদিন রান নেয়ার কালে ব্যাটসম্যান ক্রিজে পৌঁছালেও স্টাম্প ভেঙে দেয়ার সময় তার পা বা ব্যাট লাইনের বাইরে থাকলে বা শূন্যে উঠে গেলে আউটের সিদ্ধান্ত দিতেন আম্পায়াররা। নতুন নিয়মে ব্যাট একবার দাগ পেরিয়ে গেলে আর আউটের শিকার হবেন না খেলোয়াড়রা।
৩.ডিআরএস: রিভিউ নেয়ার পর মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষে রায় গেলে রিভিউ নষ্ট হত আবেদনকারী দলের। তবে কখনো কখনো ব্যাটের কানায় ক্ষীণ স্পর্শের ঘটনা ধরা পড়ে না বল ট্র্যাকিং প্রযুক্তিতেও। এখন থেকে আম্পায়ার্স কল হলে আবেদনকারী দল রিভিউ খোয়াবে না। যেহেতু আম্পায়ার কলে রিভিউ খোয়াচ্ছেনা তাই টেস্টে প্রতি ৮০ ওভার পর ২ টা রিভিউ আর দিবেনা আইসিসি! এখন থেকে পুরা ইনিংসেই ২ টা রিভিউ থাকবে প্রতি দলের কাছে।
৪.লালকার্ড: ফুটবলের মতো ক্রিকেটেও প্রবর্তিত হচ্ছে লাল কার্ডের নিয়ম। এতে গুরুতর অখেলোয়াড়ি আচরণের দায়ে ক্রিকেটারদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করতে পারবেন আম্পায়াররা।
ব্যাটের সাইজ কমে যাওয়াতে ব্যাটসম্যান দের বর্তমান আধিপত্য হয়ত কমবে কিন্তু এদিকে আমাদের মুশফিকুর রহিম এ নিয়ে খুব চিন্তিত। সাইজ ছোট হয়ে যাওয়াতে আগের মত ব্যাটিং স্বাচ্ছন্দ্যবোধ করবেন কিনা বুঝতে পারছেন না তিনি। রান আউটের ব্যাপার টা ভালই মনে হচ্ছে, আমাদের বেলাতে এইরকম ব্যাট উপরে উঠে আউট হওয়ার উদাহরণ অনেক! ফুটবলের লাল কার্ড এখন মাইগ্রেট হয়ে ক্রিকেটে চলে এসেছে! দেখার বিষয় হল, ক্রিকেট ইতিহাসের প্রথম লাল কার্ড কে পেতে যাচ্ছে।