সাবিত রেজা
সকল জল্পনাকল্পনারর অবসান ঘটিয়ে এই মাসের ১৮ তারিখ বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।বেতনবাতা নিয়ে বোর্ডের সাথে দীর্ঘ ১ মাসের দন্ডের পর আজ বোর্ড এর সাথে অস্ট্রেলিয়া ক্রিকেটার দের সমঝোতা হয়।বোর্ডের সাথে দন্ডে বাংলাদেশ সফর প্রায় অনিশ্চিত ছিলো।তবে দফায় দফায় আলোচনা এবং সাবেক ক্রিকেটারদের বৈঠকের ফলে আজ ক্রিকেটাররা বাংলাদেশ আসার পক্ষে সম্মতি দেয়।১০ তারিখ থেকে তারা ক্যাম্প শুরু করবে। বাংলাদেশ সফরের পর তারা ভারত এবং পরে অ্যাশেজ খেলতে ইংল্যান্ড যাবে।