মোঃ জুলকার নাইন মাহফুজ
এখনো পেরোয়নি কৈশোরের গণ্ডি। তবে বল হাতে যে বেশ পরিণত হয়ে গিয়েছেন এরই মধ্যে তা আজ সাগরিকায় দেখা গেল । ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের স্পিন ঘূর্ণিতে কুপোকাত করলেন একাই ।
মাত্র ১৭ বছর ৩৫৫ দিনে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ঢুকে গেলেন ইতিহাসের পাতায় । বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এ রেকর্ড নিজের করে নেন নাঈম হাসান । এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পাঁচ উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র ।
এ তো গেল বাংলাদেশের হয়ে রেকর্ড ! তিনি যে এক লাফে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এ কীর্তি নিজের করে নেন তা কয়জনের জানা আছে ? সংক্ষিপ্ত এ তালিকায় শীর্ষে আছে দুই পাকিস্তানি । ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট পাওয়ার সময় মোহাম্মদ আমিরের বয়স ছিল ১৭ বছর ২৫৭ দিন।
আরেক পাকিস্তানির দখলে, নাসিম-উল-গনি ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পাওয়ার সময় বাঁ হাতি স্পিনারের বয়স ছিল ১৬ বছর ৩০৩ দিন!
তবে এত প্রাপ্তির মাঝেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বেশ ভালোভাবেই পুরছেন নাঈন হাসান । ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিলে হয়তবা কিশোর নাঈমের হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজকে সাগরিকায় হারানোর স্বাদ পেতে পারে টাইগাররা ।