মোঃ জুলকার নাইন মাহফুজ
পাকিস্তানের বিপক্ষে জয় অনেকটা অনুমিতই ছিল । তবে দর্শকদের প্রত্যাশা মেটাতে বাংলাদেশ দলের সময় লাগে ৮৪ মিনিট । বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোয়ে তপু বর্মণ দুর্দান্ত এক হেডে পাকিস্তানের জালে বল পাঠান ম্যাচের ৮৪ মিনিটে । আর তার এক গোলেই হাসি মুখে মাঠ ছাড়ে বাংলাদেশ । এর মাধ্যমেই সেমি ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ ফুটবল দল ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল দু’দল । কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই । তবে তুলনামূলক ভাবে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল পাকিস্তান । বাংলাদেশ খোলস ছেড়ে বের হতে শুরু করে ম্যাচের দ্বিতীয়ার্ধে । ধীরে ধীরে নিচ থেকে বিল্ড আপ করে আক্রমণ রচনা করতে থাকে । কিন্তু ফিনিশিংটা ঠিকমতো হচ্ছিল না । অবশেষে বা প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোয়ে তপু বর্মণের নাটকীয় এক হেডে গোলের দেখা পায় বাংলাদেশ । ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল-মামুনুল’রা । এই টুর্নামেন্টে এটি তপু বর্মণের দ্বিতীয় গোল ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে লরবে বাংলাদেশ ।