–জুবায়ের ইবনে কামাল
জয়ের খাতাটা আরেকটু ভারি হলো তার। দেশের হয়ে অসংখ্য জয় তার হাত ধরে। প্রিমিয়ার লীগেও আছে অনেকগুলো। বিপিএলে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার সেটাতে যোগ হলো আরেকটি নাম। রংপুর রাইডার্স। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০১৭ এর চ্যাম্পিয়ন হলো মাশরাফি মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
বিতর্কিত সেকেন্ড কোয়ালিফাই ম্যাচে কুমিল্লাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে রংপুর। ঢাকা ডায়নামাইটসের মত বড় পরাশক্তিও তাদের জয় রুখতে পারেনি। শেষ পর্যন্ত বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
পুরো আসরজুড়ে ছিলো অনেক নাটক। সেটি ছুঁয়ে গেছে ফাইনাল ম্যাচেও। ফাইনালের মত জায়গায় শেষ ওভার বল করেছেন পৃথিবীর বিখ্যাত ব্যাটসম্যান ক্রিজ গেইল।
মিরপুর বাসী সহ পুরো বিশ্ব দেখলো আরেকটি ক্রিক্রটের মিলনমেলা। ভাঙ্গলো বড় একটু