মোঃ জুলকার নাইন মাহফুজ
‘বিদায়’ খুব ছোট্ট একটা শব্দ হলেও এর ব্যপ্তি অত্যন্ত বিশাল । বিদায় বা প্রস্থানের পর সবকিছু থমকে যায় । সবকিছু হয়ে যায় স্মৃতি । একদিন একদিন করে ধূলো জমতে শুরু করে স্মৃতির পাতায় । তবুও আমাদের বিদায় জানাতে হয় । এ জগত সংসারে কেউই চিরস্থায়ী নয় ।
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ভারত সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সাবেক ইংল্যাণ্ড অধিনায়ক আ্যলিস্টার কুক । যার ব্যাটে ইংল্যান্ড পেয়েছে হাজারো জয়ের সুবাস । যে ব্যাট মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল দীর্ঘ বারোটি বছর সে ব্যাট থমকে যাবে । শিল্পীর মত মাঠ দাপিয়ে বেরিয়েছেন যিনি তিনি অবসরের ঘণ্টা বাজালেন ।
২০০৬ সালে নাগপুরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কুকের । এরপর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে । প্রথম ইংরেজ ব্যাটসম্যান হিসেবে নিজের ২৩তম জন্মদিনের আগেই সাতটি শ্তক পূর্ণ করেন । সর্বকনিষ্ঠ ইংরেজ ব্যাটসম্যানরূপে পাকিস্তান,ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দলের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন। ৬ ডিসেম্বর, ২০১২ তারিখে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ৩য় টেস্টে ৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ও শচীন টেন্ডুলকারের করা রেকর্ড ভঙ্গ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম অধিনায়ক হিসেবে প্রথম পাঁচ টেস্টের প্রতিটিতেই সেঞ্চুরি করেছেন ।
এক নজরে কুকের টেস্ট ক্যারিয়ারঃ
ম্যাচঃ১৬০
ইনিংসঃ২৮৯
রানঃ১২২৫৪
গড়ঃ৪৪.৮৮
শতকঃ৩২
সর্বোচ্চঃ২৯৪
বিদায় কিংবদন্তী । একজন সত্যিকারের শিল্পী ।