সাবিত রেজা
অস্ট্রেলিয়া সাথে এক তুমুল লড়াকু টেষ্ট সিরিজ শেষে কয়দিন পর টাইগাররা যাবে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার কারণে চট্টগ্রাম টেস্ট জেতা হয়নি। তারপরও অস্ট্রেলিয়া সিরিজটা বড় অর্জনেরই বলতে হবে। কারণ দারুণ খেলে ঢাকা টেস্টে অজিদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে কজনই বা বিশ্বাস করেছিলেন যে, অস্ট্রেলিয়াকে টেস্ট হারাবে মুশফিকুর রহিমের দল। তবে এই অর্জনের গর্ব নিয়ে বসে থাকা হচ্ছে না বাংলাদেশের। কদিন বাদেই উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।
প্রোটিয়াদের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি
ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিনের মধ্যেই দল ঘোষণা করা হবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় কারা কারা মাঠ মাতাবেন সেটা জানার জন্য বেশি অপেক্ষা করতে হচ্ছে না। এই ফাঁকে চলুন দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ সূচিটি।
প্রস্তুতি ম্যাচ:
২১-২৩ সেপ্টেম্বর, ২০১৭ ভেন্যু: বেনোনি বাংলাদেশ সময়: দুপুর দুইটা
১২ অক্টোবর ভেন্যু:বোয়েমফন্টেইন বাংলাদেশ সময়: দুপুর দুইটা
টেস্ট:
২৮ সেপ্টেম্বর- ২ অক্টোবর ভেন্যু: পোচেফস্ট্রুম বাংলাদেশ সময়: দুপুর দুইটা
৬-১০ অক্টোবর ভেন্যু:বোয়েমফন্টেইন বাংলাদেশ সময়: দুপুর দুইটা
ওয়ানডে:
১৫ অক্টোবর ভেন্যু: কিম্বার্লি বাংলাদেশ সময়: দুপুর দুইটা
১৮ অক্টোবর ভেন্যু: পার্ল বাংলাদেশ সময়: দুপুর দুইটা
২২ অক্টোবর ভেন্যু: ইস্ট লন্ডন বাংলাদেশ সময়: দুপুর দুইটা
টি-টোয়েন্টি:
২৬ অক্টোবর ভেন্যু: বোয়েমফন্টেইন বাংলাদেশ সময়: রাত দশটা
২৯ অক্টোবর ভেন্যু: পোচেফস্ট্রুম বাংলাদেশ সময়: সন্ধ্যা সাড়ে ছয়টা