গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এশিয়া কাপ শুরুর আগে এমন হারে উদ্বেগ প্রকাশ করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, “আমাদের ক্রিকেটে এখন অনেক বেশি অস্থিরতা। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেসব ম্যাচ আমরা হেরেছি, সেগুলো হারার মতো ছিল না। আমাদের দলে প্রতিভার কোনো অভাব নেই, তবে সিদ্ধান্ত গ্রহণে এখনো বড় ঘাটতি রয়ে গেছে।”
তিনি আরও যোগ করেন, “বর্তমান অধিনায়ক চেষ্টা করছেন, তবে তিন ফরম্যাটে নিয়মিত খেলা সহজ নয়। পরিকল্পনায় আরও পরিপক্বতা আনতে হবে।”
বাংলাদেশ সফর শেষে পাকিস্তান এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও স্বাগতিকদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে দলটি।
তবে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই।
রশিদ লতিফ এই ম্যাচ ঘিরে বলেন, “১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটি দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে আমি চাই, এশিয়া কাপ কোনো ধরনের ঝামেলা ছাড়াই সফলভাবে সম্পন্ন হোক।