- রিপোর্ট: সাবা সিদ্দিকা
- প্রতি বছরের মত এবার আজ ২৩শে অক্টোবর ‘ফিফা সেরা ফুটবল এ্যাওয়ার্ড’- ২০১৭ এর ফাইনালিস্টদের নাম লন্ডনে আন্তর্জাতিক ফিফা কার্যালয়ে ঘোষণা করা হয়। ইভেন্টটিতে উপস্থিত ছিলেন ফিফা ২০১৭ এর আয়োজক এবং বিখ্যাত ফুটবলার পিটার শেলটন, এ্যান্ড্রি শেভস্কেনকো, জায় জায় অকোশা, আ্যালেক্স স্কট এবং রবার্টো ডি মেটো। তারা নির্বাচিতদের নাম প্রকাশ করেন। ইভেন্টটি লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হয় এবং নির্বাচিতরা বিশেষ সম্মানে ভূষিত হন।
‘ফিফা সেরা ফুটবল এ্যাওয়ার্ড’- এ নির্বাচিত প্রার্থীরা হলেন:
* ফিফা সেরা পুরুষ ফুটবল খেলোয়াড়:
১. কৃশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/ রিয়াল মাদ্রিদ- সিএফ)
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা/ এফসি বার্সেলোনা)
৩. নেইমার (ব্রাজিল/ এফসি বার্সেলোনা/ প্যারিস সেইন্ট)
* সেরা ফিফা মহিলা ফুটবল খেলোয়াড়:
১. ডায়না ক্যাসটেলানোস (ভেনিজুয়েলা/ সান্তা ক্ল্যারিটা ব্লু হিট/ ফ্লোরিডা স্টেট সেমিনোলস)
২. কার্লি লিওড (ইউএসএ/ হাসটন ড্যাস/ ম্যানটেস্টার সিটি উইমেন)
৩. লিক মার্টিনস (নেদারল্যান্ডস/ এফসি রোজেনগার্ড/ এফসি বার্সেলোনা)
* ফিফা সেরা পুরুষ কোচ:
১. মাসিমিলিয়ানো এ্যালগ্রি (ইটালি/ জুভেন্টাস)
২. এ্যান্টোনিও কোন্ট ( ইটালি/ চেলসি)
৩. জিনডিন জিড্যান ( ফ্রান্স/ রিয়াল মাদ্রিদ এফসি)
* ফিফা সেরা মহিলা ফুলবল কোচ:
১. নিলস নিলসেন (ডেনমার্ক/ ড্যানিস জাতীয় দল)
২. গেরার্ড প্রিচার (ফ্রান্স/ অলিম্পিক লায়নেসিস)
৩. সেরিনা উইগম্যান (নেদারল্যান্ডস/ ডাচ জাতীয় দল)
* ফিফা সেরা ফুটবল গোলকিপার:
১. জিয়ান লুইগি বাফন (ইটালি/ জুভেন্টাস)
২. কায়লর নাভাস (কোস্টারিকা/ রিয়াল মাদ্রিদ এফসি)
৩. ম্যানুয়াল নিউয়ার (জার্মানি)
নির্বাচিতদের জন্য আজ থেকেই দর্শকদের ভোট ফিফার নিজস্ব ওয়েবসাইটে গ্রহণ করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল (২৩ অক্টোবর- ২৭ অক্টোবর) পাঁচদিন ব্যাপি আয়োজিত ভোটিং কার্যক্রমের পর ঘোষনা করা হবে বলে আন্তর্জাতিক ফুটবল সঙ্ঘ জাতীয় প্রেসকে জানায়।