চিরবিদায় নিয়েছেন জার্মান ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র, ফ্রাংক মিল। ৬৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট জার্মানির জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার।
মিলের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে তার সাবেক দুই ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ এবং রুট-ওয়েইস এসেন। এসেন ক্লাব এক শোকবার্তায় তাকে জার্মান ফুটবলের দূত এবং একজন কিংবদন্তি হিসেবে অভিহিত করেছে।
গত মে মাসে মারাত্মক হার্ট অ্যাটাকের পর থেকে মিল শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর অবশেষে তিনি ইহলোক ত্যাগ করেন।
ফ্রাংক মিল হলেন ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী জার্মান স্কোয়াডের দ্বিতীয় সদস্য, যিনি প্রয়াত হলেন। তার আগে গত বছরের ২০ ফেব্রুয়ারি মারা যান মিডফিল্ডার আন্দ্রেস ব্রেহেম—যিনি সেই ঐতিহাসিক ফাইনালে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন।
ফ্রাংক মিলের মৃত্যুতে শোকাহত জার্মান ফুটবল অঙ্গন, যেখানে তিনি শুধু একজন খেলোয়াড় নয়, বরং অনুপ্রেরণার প্রতীক হিসেবেই বিবেচিত ছিলেন।