ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন ঘানার মিডফিল্ডার থমাস পার্টি। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে আজ হাজির হয়ে তিনি এই জামিন পান।
গত মাসের শুরুতে থমাস পার্টির বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগে মামলা হয়, যার মধ্যে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নির্যাতনের অভিযোগ। মামলাগুলো করেন তিনজন নারী। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, অভিযোগগুলো ২০২১ থেকে ২০২২ সালের সময়কালের মধ্যে সংঘটিত হয়। দুটি মামলায় ধর্ষণের অভিযোগ এবং একটি মামলায় যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
আদালতের প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং বলেন, “বুঝতে পারছি, সে এখন ইংল্যান্ডে খেলছে না, বরং এখন থেকে স্পেনে খেলবে।”
জামিনের শর্ত অনুযায়ী, থমাস পার্টি অভিযুক্ত নারীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণ বা স্থায়ী আবাসস্থল পরিবর্তন করলে পুলিশকে অবহিত করতে হবে।
উল্লেখ্য, আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার মাত্র চারদিন পর এই মামলার খবর প্রকাশ্যে আসে। এরপর তিনি ইংলিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে না গিয়ে স্পেনের ভিয়ারিয়াল ক্লাবে যোগ দেন। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তিনি দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।