Saturday, August 9, 2025
32.8 C
Dhaka

ঘরোয়া ক্রিকেটে নাঈমের রানবন্যা, আন্তর্জাতিক মঞ্চে ফিরতে প্রস্তুত?

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থতার পর আবারও ঘরোয়া আসরে নিজের ব্যাটে রানের ঝড় তুলেছেন ওপেনার নাঈম শেখ। সর্বশেষ ‘এ’ দলের বিপক্ষে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ম্যাচে ৩২ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেছেন তিনি, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কার মার।

শুধু এই ইনিংস নয়, সাম্প্রতিক সময়েও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন বাঁহাতি এই ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) করেছেন ৬১৮ রান, ছিলেন রান তালিকার শীর্ষ তিনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ৫১১ রান করে ছিলেন টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার।

তবে জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের চিত্র ভিন্ন। সর্বশেষ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ব্যর্থ হয়েছেন তিনি। তিনটি ম্যাচে রান তোলার লড়াইয়ে নেমেও নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যাটিংয়ের দুর্বল দিকগুলো স্পষ্ট হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে।

এ প্রসঙ্গে জাতীয় দলের সাবেক কোচ ও এইচপি দলের বর্তমান পরামর্শক মিজানুর রহমান বাবুল বলেন, “নাঈম শেখ সাধারণত শট খেলতেই পছন্দ করে। কিন্তু তার ব্যাটিং স্টাইল মন্থর উইকেটে মানানসই নয়। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সব ধরনের কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। ওকে সেটা নিয়ে আরও কাজ করতে হবে।”

কোচের মতে, ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিপক্ষ ও পিচের পার্থক্যই আসল চ্যালেঞ্জ। “আজকে নাঈম তুলনামূলকভাবে সাবলীল ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে শুধু দেশের মাটিতে নয়, সব উইকেটে নিজেকে মানিয়ে নিতে হবে,” যোগ করেন কোচ বাবুল।

সংখ্যা যখন বলে বাস্তবতা:
নাঈম শেখের আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান বলছে, ৩৮ ইনিংসে তার স্ট্রাইক রেট মাত্র ৮৩.৮৭, গড় ১৭.০৫। মাত্র ৬টি ইনিংসে তিনি ১১০-এর বেশি স্ট্রাইক রেটে ৩০-এর বেশি রান করতে পেরেছেন, যার মধ্যে দুটি ইনিংস এসেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে ২০১৯ সালের ৮১ রানের ইনিংস ছিল ব্যতিক্রম, তবে তারপর থেকে ধারাবাহিকতা আর দেখা যায়নি।

তবে কোচ বাবুল আশাবাদী, এইচপি সিরিজের পারফরম্যান্স নাঈমের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। “নাঈম শেখ সম্প্রতি জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ খেলেছে। এই পারফরম্যান্সগুলো তার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় দলে ভালো করার অনুপ্রেরণা জোগাবে,” তিনি বলেন।

সামনে এশিয়া কাপ, আর নাঈমের সামনে সুযোগ নিজেকে আবারও প্রমাণ করার। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—শুধু ঘরোয়া সাফল্য কি যথেষ্ট, নাকি নাঈমকে বদলাতে হবে ব্যাটিংয়ের ধরন ও মানসিকতা?

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা স্থগিত করল ভারত, শুল্কের জবাব?

যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত...

দ্বিতীয় অধ্যায় শুরু করল অন্তর্বর্তী সরকার, প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আজ বৃহস্পতিবার। সরকারের...

অক্ষয়-প্রিয়াংকা প্রেম, টুইঙ্কেল ছাড়লেন বাড়ি?

বলিউডের জনপ্রিয় পরিচালক সুনীল দর্শন বহু বছর পর অভিনেতা...

দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা, কিছু এলাকায় ভারি বর্ষণের সতর্কতা

সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও ভারি...

আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা, প্রথম চ্যালেঞ্জ লাওস

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (মঙ্গলবার) নিজেদের...

গাজায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত, শিশু–বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকারে

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি...

‘মাত্র এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ধ্বংস করা সম্ভব’ — হিজবুল্লাহর হুঁশিয়ারি

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি...

উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা: পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা, নিখোঁজ ১৫০ জনের বেশি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বর্ষণের পর ঘটা আকস্মিক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img