সাবিত রেজা
ফুটবলে লাল কার্ড নতুন কিছু নয়। অন্যায় আচরন করলেই রেফারি লাল কার্ড দেখান। এরই ধারাবাহিকতায় ক্রিকেটেও লাল কার্ডের যুগ শুরু হচ্ছে। তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে ইতিহাসের অংশ হতে হলে ঠিকঠাক নয়, কিছু কিছু ‘ভুল’ করতে হবে দল দুটিকে। হাজার হলেও ‘লাল কার্ড’ দেখা মানেই তো কেউ না কেউ বড় ধরনের কোনো ভুল করছেন!
‘কোড অব কন্ডাক্টে’ পরিবর্তন এনেছে আইসিসি। আগামী ১ অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ক্ষেত্রে তিন দিন আগেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম। এর ফলে গুরুতর অসদাচরণের জন্য আম্পায়ার ক্রিকেটারদের মাঠ থেকে বের করে দিতে পারবেন। ক্রিকেট মাঠে আগ্রাসী আচরণ থামাতেও আম্পায়ারদের হাতে এমন ক্ষমতা তুলে দিচ্ছে আইসিসি। ফলে ‘লাল কার্ড’ দৃশ্যমান না হলেও আচরণের মাত্রা ছাড়ালেই ফুটবলের মতোই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে আশ্রয় নিতে হবে ক্রিকেটারদের। ‘লেভেল তিন’ হলে সেটা নির্দিষ্ট কিছু ওভারের জন্য। আর যদি অপরাধের মাত্রা ‘লেভেল চারে’র হয়, সে ক্ষেত্রে ম্যাচের বাকি সময়ের জন্য নিষিদ্ধ হবেন। ব্যাটসম্যানের ক্ষেত্রে তাঁর নামের পাশে ‘রিটায়ার্ড আউট’ লেখা হবে।