ওল্ড ট্রার্ফোডে ইংলিশ খেলোয়াড় জনি ব্যারিসস্টোর সেঞ্চুরিতে ভর করে যখন ইংল্যান্ড জয়ের বন্দরে নোঙ্গর করছিল তখন গেইল ,সেমুয়েল , হোল্ডারদের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন ফিকে হতে থাকে । ব্যারিসস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ড ৭ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে । এরই সাথে সরাসরি ১৯’ ক্রিকেট বিশ্বকাপ খেলার স্বপ্নও শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ।
আইসিসি নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বর, ২০১৭ এর মাঝে শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নেবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে । ওল্ড ট্রার্ফডে ইংলিশদের কাছে ৭ উইকেটে হেরে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ । আইসিসির নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশ গ্রহনের সুযোগ হারিয়েছে ।
কথায় আছে “কারো পৌষ মাস কারো সর্বনাশ ” এক দিকে সরাসরি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার পথ বন্ধ হল ওয়েস্ট ইন্ডিজ এর অন্য দিকে বিশ্বকাপ মিশনের দিকে এগিয়ে গেল ৯৬’র বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা । ৮৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কে টপকে ৮ম স্থানে শ্রীলঙ্কা । এরই সাথে শ্রীলঙ্কা সরাসরি “২০১৯ ক্রিকেট বিশ্বকাপ” খেলার টিকিট নিশ্চিত করল । বর্তমান সময়ে ধুকতে থাকা শ্রীলঙ্কা দলের ওয়ানডে অধিনায়ক উপল থারাঙ্গা এই বিষয়ে বলেন , “এটা ঠিক যে আমরা বর্তমানে খারাপ সময় পার করছি। তবে আমি অশেষ ধন্নয়বাদ জানাব সেই সব ভক্তদের যারা আমাদের কথিন সময়েও পাশে ছিলেন। আইসিসির বড় আসসর গুলো সবসময় শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য অনেক কল্যাণ বয়ে এনেছে । যার ধারা বাহিকতায় বজায় রাখার চেস্তা করব এবং আমাদের এই সুযোগ যথাযথ ভাবে কাজে লাগাব । ”
তবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ যাত্রা এই খানেই শেষ হয়ে যায় নি । ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য তাদেরকে ২০১৮ তে “আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ার” খেলে আসতে হবে । বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজকে আফগানিস্তান , জিম্বাবুয়ে , আয়ারল্যান্ড , “আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ” এর শীর্ষ ৮ দল এবং “আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন -২ ” এর শীর্ষ ২ দলের সাথে খেলতে হবে ।
বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষ ২ দল অংশ নিতে পারবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মূল মঞ্চে।