Tuesday, July 8, 2025
26.1 C
Dhaka

এসপানিওলের বিরুদ্ধে রিয়ালের করুণ পরাজয়

মাত্র ০-১ গোলে পরাজয়। কিন্তু সেটাই নিদারুণ কষ্ট দেয়ার জন্য যথেষ্ট। বার্সেলোনায় মঙ্গলবার এসপানিওলের বিরুদ্ধে ম্যাচে জিনেদিন জিদানের শিষ্যরা হেরে গেছে ০-১ গোলে। ফলে লা লিগার শিরোপার দৌড়ে আবার পিছিয়ে পড়ল। রোনালদোকে বিশ্রাম দেয়ার কারণেই এমনভাবে হারল তারা। অন্যদিকে ২০০৭ সালের পর রিয়ালের বিপক্ষে এটাই এসপানিওলের প্রথম জয়। ম্যাচ জুড়ে এলোমেলো ফুটবল খেলা জিনেদিন জিদানের শিষ্যরা লিগে টানা চার জয়ের পর আবারও হারের তেতো স্বাদ পেল।

আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে যাবে টানা দুবারের চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে লিগ টেবিলের নিচের দিকের দলের বিপক্ষে এমন হতশ্রী পারফরম্যান্স নিশ্চিতভাবেই মাদ্রিদ শিবিরের জন্য সতর্কবার্তা। চোটের কারণে আগে থেকেই বাইরে লুকা মদ্রিচ, টনি ক্রুস ও মার্সেলো। ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্রামে। সেই সঙ্গে আক্রমণভাগের আরেক সদস্য করিম বেনজেমাকে বেঞ্চে রেখে একাদশ সাজান জিদান।

মাঝমাঠ ও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া নামা রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিরতির পর উন্নতি তো হয়ইনি, বরং হয়ে ওঠে দৃষ্টিকটু।

অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল; কিন্তু গোলমুখে গ্যারেথ বেলের হেড হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
২৬তম মিনিটে গোল খেতে বসেছিল অতিথিরা। রাফায়েল ভারানের ভুলে বল পেয়ে যান জেরার্দ মোরেনো। ডান দিক থেকে তার শট কেইলর নাভাসের পায়ে লেগে পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। তবে রেফারি চোখ এড়িয়ে যাওয়ায় কর্নার পায়নি স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়ার হতাশাতেই কি-না মাঝমাঠে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে অহেতুক পিছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বেল।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এস্পানিওলের আরেকটি প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ঠেকান নাভাস। পরের মিনিটে কর্নারে কোস্টা রিকার ডিফেন্ডার অস্কার দুয়ার্তের হেডে বল ক্রসবারের উপরের অংশে লাগলে বেঁচে যায় রিয়াল। ৫৬তম মিনিটে মোরেনোর শটও ঝাঁপিয়ে ঠেকান রিয়াল গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি আরও স্পষ্ট হয়ে ওঠে। আক্রমণের ধার বাড়াতে ৬৯তম মিনিটে ইসকোকে বসিয়ে করিম বেনজেমাকে নামান কোচ।

তিন দিন আগে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে দুর্দান্ত খেলা বেনজেমাও কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। বাকি সময়ে কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। উল্টো তাদের রক্ষণে বেশিরভাগ সময় চাপ ধরে রেখে নাভাসের বেশ কবার পরীক্ষা নেয় স্বাগতিকরা।
অনেক সুযোগ নষ্টের ভিড়ে যোগ করা সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন মোরেনো। ডান দিক থেকে স্বদেশি সের্হিও গার্সিয়ার ক্রস ডি-বক্সে পেয়ে জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ এই ফরোয়ার্ড।

লিগে এই নিয়ে পঞ্চম হারের স্বাদ পাওয়া রিয়াল ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। লিগে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৬৫। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪৯।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধ ফেনী, ভোগান্তিতে জনজীবন

ফেনীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪...

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে...

ইতিহাসের সামনে বাংলাদেশ, তবে শঙ্কা বৃষ্টির

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে...

ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র সহায়তা...

ক্লাব বিশ্বকাপে পিএসজির মুখোমুখি এমবাপ্পে, মাঠের লড়াইয়ে ফিরে এলো পুরোনো উত্তাপ

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতেই মাঠে মুখোমুখি হচ্ছে পিএসজি...

গাজায় বিস্ফোরণ ও গুলিতে ইসরায়েলের ৫ সেনা নিহত

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ...

বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে নতুন চমক, পাকিস্তান দল ঘোষণা

বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড ঘোষণা, বাদ...

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা

রাজধানীর গাবতলীতে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বাংলা চলচ্চিত্রের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img