তুর্কমেনিস্তানের জালে গোলবৃষ্টি, গ্রুপ পর্বে দাপুটে জয় বাংলাদেশের নারীদের
এশিয়া কাপের মূল পর্বে আগেই জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে সেটিকেই রীতিমতো গোল উৎসবে পরিণত করলেন লাল-সবুজের বাঘিনীরা।
মিয়ানমারের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন পিটার বাটলার, আজ তুর্কমেনিস্তানের বিপক্ষেও সে একাদশই অপরিবর্তিত রাখেন ব্রিটিশ এই কোচ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশ দলকে। ম্যাচের মাত্র ৩ মিনিটেই স্বপ্না রানী গোল করে দলকে এগিয়ে দেন।
এরপর যেন গোলের বন্যা। ৬ মিনিটে শামসুন্নাহারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ১৩ মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই তরুণ ফরোয়ার্ড।
১৬ মিনিটে গোল করেন মনিকা চাকমা, আর পরের মিনিটেই ঋতুপর্ণা চাকমা দলের পঞ্চম গোলটি করেন। গোলের তোড়ে দিশেহারা তুর্কমেনিস্তান কোচ ১৯ মিনিটেই গোলরক্ষক পরিবর্তন করেন। কিন্তু লাভ হয়নি তাতেও। ২০ মিনিটে তহুরা খাতুনের গোল বাংলাদেশের স্কোরলাইন ৬-০তে নিয়ে যায়।
এই ম্যাচের আগে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল মেয়েরা। তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা ছিলই—মাঠে সেটি পূরণ করতে এক মুহূর্তও সময় নেননি তারা।