ভারতের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দু্ই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। দলীয় ১২ রানে শ্রীলংকার বিপক্ষে দারুণ খেলা লিটন দাস ওয়াশিংটন সুন্দরের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে যান। আউট হওয়ার আগে ৭ বলে ৭ রান করেন তিনি। এরপর ব্যাটে আসা সৌম্য সরকারও ফেরেন ওয়াশিংটন সুন্দরের বলে। তিনি ৩ বলে ১ রান করে বোল্ড হন।
প্রথম ম্যাচে দারুণ খেলা লিটনকে আজ তামিমের সঙ্গে ওপেনে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তামিম ১২ বলে ২৬ রানে ব্যাট করছেন। সৌম্য সরকারের পর ব্যাটে এসেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৬ রানে ব্যাট করছে।