সাবা সিদ্দিকা সুপ্ত
পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন ‘রকস্টার’ খেতাবপ্রাপ্ত বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। বুধবার সকালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাসভবনে দেহত্যাগ করেন।
অমায়িক মেধাবী এই জ্যোতির্বিজ্ঞানীর মৃত্যুতে নাসা সহ আন্তর্জাতিক সব বৈজ্ঞানিক ক্ষেত্রে নেমে এসেছে শোকের ছায়া।
৭৬ বছরের জীবনে তার অনুসন্ধানকৃত আবিষ্কার যেমনি জানতে সাহায্য করেছে গোটা মহাশূণ্যকে তেমনি প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে সব পদার্থবিজ্ঞানপ্রেমীদের। হয়তো তিনি এখনো এন্ড্রোমিডা গ্যালাক্সির কোন এক প্রান্তে নিজের স্বভাববসতই আকাশের তারা হয়ে সেগুলোকেই গুণছেন।