কেনাকাটার সময় দর-কষাকষি করা বাঙালির স্বভাব। কয়েক দোকান ঘুরে দাম যাচাই করে কেনাকাটা করার পরেও অনেক সময়ই দাম নিয়ে আমরা সন্দিহান থাকি। এই সমস্যার সমাধানে সম্প্রতি দেশে যাত্রা শুরু করেছে প্রাইজ কম্পারিসন সাইট Prix.com.bd
কোন নির্দিষ্ট পণ্য কোথায় কত দামে পাওয়া যাচ্ছে এই তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটটিতে। প্রিক্সের প্রধান নির্বাহী জানান, বিশেষত অনলাইন ক্রেতাদের কথা মাথায় রেখেই প্রিক্সের যাত্রা শুরু করা। বিভিন্ন অনলাইন শপে একদিকে যেমন দামের অনেক পার্থক্য থাকে সেই সাথে থাকে না দর-কষাকষির সুযোগ। অনলাইনে কোন পণ্য কেনার আগে প্রিক্সের ওয়েবসাইট ভিজিট করলেই সেই পণ্য কোন সাইটে কত দামে পাওয়া যাচ্ছে সেই তথ্য জানা যাবে খুব সহজেই। সেই সাথে অফলাইন মার্কেটে পণ্যটির দামও জানা যাবে এই ওয়েবসাইট থেকে।
এছাড়া এই ওয়েবসাইটের আধুনিক ফিল্টার সিস্টেম ব্যবহার করে এবং কাস্টমার রিভিউ দেখে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী পণ্য খুঁজে নিতে পারবেন খুব সহজেই।
প্রিক্সের ওয়েব ঠিকানাঃ https://prix.com.bd
বিজ্ঞপ্তি