চিকিৎসাসেবায় বাংলাদেশ ভালোই এগিয়েছে।বিশ্বের বাকি সব দেশের তুলনায় অনেকটাই ভালো অবস্থানে আছে। যদিও হরহামেশায় উন্নত চিকিৎসার নামে অনেক বাংলাদেশিই ভারতে গিয়ে থাকেন। মেডিকেল জার্নাল দ্য লেনসেটে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অব ডিসেস শিরোনামের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সেবাগ্রহণ ও মানের দিক থেকে ভারত লক্ষ্য পূরণে শুধু ব্যর্থ নয়, তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও চীনের চেয়েও পিছিয়ে রয়েছে। প্রতিবেদনে বিশ্বের ১৯৫টি দেশকে নিয়ে তালিকা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৫২ নম্বরে, আর ভারতের অবস্থান ১৫৪ নম্বরে রয়েছে। শ্রীলঙ্কা ৭৩ এবং চীনের অবস্থান দেখানো হয়েছে ৭৪তম স্থানে। এ তালিকার শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। এরপরেই যথাক্রমে অবস্থান করছে সুইডেন ও নরওয়ে। ১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে দেশগুলোর চিকিৎসাসেবার মানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদন অনুযায়ী, যক্ষা, ডায়াবেটিস, হার্টের ও কিডনির চিকিৎসার ক্ষেত্রে সেবার উন্নয়নে ভারত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।