দেশের অন্যতম জনপ্রিয় হোস্টিং কোম্পানী ডায়নাহেস্টের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে দেশের শীর্ষ কুপন এবং ডিল কোম্পানি অফারএইজ.কম।
এ চুক্তির আওতায় ডায়নাহোস্টের সকল সেবায় অফারএইজের গ্রাহকরা বিশেষ ছাড় উপভোগের সুযোগ পাবেন। অফারএইজ ডায়নাহোস্টের সেবাকে দেশে এবং দেশের বাইরে বিস্তৃত করতে বিশেষ সহায়তা প্রদান করবে।
ডায়নাহোস্টের অফিসে ডায়নাহোস্টের সিইও স্বাধীন খান এবং অফারএইজ.কমের সিইও মো. ফাইজুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এ সময় ডায়নাহোস্টের সিনিয়র মার্কেটিং ম্যানেজার আরাফাত রিমন, অফারএইজের হেড অব প্রোডাক্ট আফজাল হোসেন, মার্কেটিং এক্সিকিউটিভ তানজিম রিফাত উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় ক্রেতাদের দেশীয় কোম্পানি থেকে ডোমেইন, হোস্টিং সেবা নেয়ার জন্য উদ্বুদ্ধ করতে কাজ করবে ডায়নাহোস্ট (https://www.dianahost.com/) এবং অফারএইজ (http://offerage.com)।