ইশতিয়াক আহমেদ
তথ্য প্রযুক্তি ডেস্ক
রোমাঞ্চকর হ্যাকিং অভিজ্ঞতার সাথে অ্যাকশনের মিথস্ক্রিয়া। এধরনের গেইমের মধ্যে এগিয়ে রয়েছে ডার্ক সাইডার গেইমটি। ভিগিল গেমসের ডেভেলপে টিএইচকিউ প্রকাশিত গেইমটি বাজারে আসার পরই গেমারদের দারুণভাবে আকৃষ্ট করেছে। এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন৩ এবং মাইক্রোসফট উইন্ডোজচালিত পিসিসহ প্রায় সব ধরণের গেমিং কনসোলেই ডার্ক সাইডার ২ উপভোগ করা যাবে।
কাহিনী: ডার্ক সাইডার প্রথম পর্ব থেকেই কাহিনী বিবর্ধিত হয়েছে। গেমটির কাহিনীর শুরুতেই চারজন অশ্বমানবের প্রকৃত পরিচয় ফাঁস হয়ে যায়। মানবজাতিরর অস্তিত্বের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত যুদ্ধের প্রধান হোতা তারা। যদিও পৃথিবীকে শত্রুমুক্ত রাখতে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এই চারজনের গোপন মিশনের কারণেই হত্যা করা হয় অন্য সব অশ্বমানবকে। গেমারকে এখানে খেলতে হবে একজন কূটকৌশলী হিসেবে। নিজের কব্জায় নিতে হবে যেকোনো একজন অশ্বমানব। গেমারকে সহযোগিতার জন্য এখানে থাকবে বিশেষ ধরণের ম্যাপ,যাতে প্রতিটি নির্দেশনা উল্লেখ থাকবে। গেমটির অস্ত্রশস্ত্র হবে প্রাচীন আমলের। প্রতিটি মিশনেই গেমারের জন্য থাকবে পয়েন্ট। লেভেল শেষে অর্জিত পয়েন্ট ভাঙিয়ে অস্ত্র এবং প্লেয়ার আপগ্রেড করা যাবে। প্রাচীন আমলের শব্দ কৌশল এবং প্রাকৃতিক পরিবেশ মিলে গেমটিকে একটি পরিপূর্ণ ত্রিমাত্রিক জগতের অনুভূতি দিতে সক্ষম হবে।
যা যা লাগবে: ইন্টেল কোর-টু-ডুয়ো ২.৬৬ গিগাহার্জ প্রসেসর,জিফোর্স জিটিএক্স ২৬০ জিএস অথবা রেডন এইচডি ৬৭৭০ সিরিজের ৫১ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,২ গিগাবাইট র্যাম,২০ গিগাবাইট ফাঁকা হার্ডডিস্ক স্পেস এবং ডাইরেক্ট এক্স-৯