৫ম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। এবারের এই ডিজিটাল ওয়ার্ল্ডের মূল আকর্ষণই ছিল কৃত্রিম বুদ্ধিমতা সম্পন্ন প্রথম রোবট সোফিয়াকে নিয়ে। অনেকেই শুধুমাত্র এসেছিলেন এই সোফিয়াকে দেখতে।
একদিকে যখন ডিজিটাল ওয়ার্ল্ডে সারা ফেলে দিয়েছিলেন এই রোবট সোফিয়া। ঠিক তখন পাশের ছাউনিতে অংশনিয়েছিল সোফিয়ার অনুরূপ রোবট “বন্ধু”। যে রোবটটি তৈরী করা হয়েছে নিজের দেশেই। যার পিছনে খরচ করতে হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। সবশেষ ডিজিটাল ওয়ার্ল্ডে আসা অনেকেই ঘুরেছেন এই বন্ধু নামক রোবটটি দেখার জন্য।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট বন্ধু তৈরী করেছেন ও’লেভেল পড়ুয়া তিন শিক্ষার্থী নাজমুস সাকিব, সাইফুর রহমান ও জান্নাতুল নাঈম অর্ণব।
কি করতে পারে এই বন্ধুটি? কেনইবা সবশেষ এই রোবটটিকেই দেখতে এসেছেন অনেকে ? এই সকল প্রশ্নের উত্তরে রোবটটির নির্মাতা নাজমুস সাকিব বলেন “বন্ধু রোবটটি ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই কথা বলতে সক্ষম”। এমনকি রোবট বন্ধুটি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম। তার সামনে রাখা মুঠোফোনটির মাধ্যমে খুব সহজেই প্রশ্ন কর্তার ছবি নিয়ে নিতে পারে এই রোবটটি। শুধু তাই নয় এই বন্ধু নামক রোবটটির কাছ থেকে কোনো তথ্য জানার প্রয়োজন হলে তাকে জিজ্ঞাস করলেই উত্তর দিয়ে দিতে পারবে। তার কাছে যদি কোনো তথ্য জানা না থাকে তাহলে সে গুগলে সার্চ করে আপনাকে তথ্যটি জানিয়ে দিবে।
বন্ধু রোবটটির জন্ম খুব বেশি দিনের নয়। মাত্র বয়স দু সপ্তাহ। আর এই দু সপ্তাহেই চারপাশ থেকে শিখে ফেলেছে নতুন কিছু। আস্তে আস্তে আরো অনেক কিছুই শিখবে।
সবশেষে ডিজিটাল ওয়ার্ল্ডের শেষ দিন অর্থাৎ ৪র্থ দিনে ঘোষণা করা হয় বেস্ট স্টল এওয়ার্ড। আর সেই বেস্ট স্টল এওয়ার্ডও জিতেনিয়েছেন তিন বন্ধুর আবিষ্কার “বন্ধুটি”।
“বন্ধু” রোবটটির আবিষ্কারক তিন শিক্ষার্থী মনে করেন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে নিজ দেশেই সোফিয়ার মতো রোবট তৈরী করতে সক্ষম হবে। তারা আশা করেন আগামীবছর ডিজিটাল ওয়ার্ল্ডে হাজির হবে বাংলাদেশি তৈরী কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন নতুন রোবট।