রাবেয়া হোসেন এমি
বাজারে এসেছে সেলফি প্রেমিদের জন্য ‘সিম্ফনি পি৯’ নামে নতুন স্মার্টফোন। স্মার্টফোনটি মূলত সেলফি তোলার জন্য বিশেষভাবে তৈরি। এর সামনে ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়াল টোন ফ্র্যাশ রয়েছে।অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ অপারেটিং সিস্টেমের ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভড এইচডি আইপিএস পর্দার এ স্মার্টফোনে আছে ৩ জিবি র্যাম, মিডিয়াটের ১.৩ গিগাবাইটের ৬৪ অক্টোকোরের প্রসেসর এবং ৩৮ জিবি বিল্ট ইন স্টোরেজ। যা সিম্ফোনির সর্বোচ্চ ধারণকারী স্মার্টফোন। সব চেয়ে চমকপ্রদক হল একই সময়ে ২ টি এ্যাপ ব্যবহার করা যাবে স্মার্টফোন্টিতে। ৪ জি নেটোওয়ার্ক,ডুয়েল সিমের ৩০০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারির এই স্মার্টফোন্টি ১২,৯৯০ টাকায় কাল ও গাঢ় নীল দুটি রঙ এ পাওয়া যাচ্ছে সিম্ফনি শো-রুমে।