Wednesday, April 30, 2025
25.3 C
Dhaka

সময় কাটানোর ৮টি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ

মুসাররাত আবির জাহিন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক

আজকাল আমার কেন জানি কোনো অনুষ্ঠানে যেতে ভালো লাগে  না। কথা বলার মতন কেউই থাকে না আশেপাশে।  সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। সকলের হাত ও চোখ জোড়া মুঠোফোনের দিকে নিবিষ্ট। কি করছে এটা দেখতে গেলেই দেখি সবাই ফেসবুক,ইন্সটাগ্রাম,হোয়াটসঅ্যাপ এগুলা চালাচ্ছে। আর আজকাল তো গেম খেলা বলতে শুধু ক্ল্যাশ অব ক্ল্যান্স বা লুডো স্টার খেলা বোঝায় সবাই।
কিন্তু আমরা মাঝে মাঝে ভুলেই যাই যে মুঠোফোনে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমগুলোই না,অন্য অনেক কিছুই চালানো যায়। এগুলো ছাড়াও এমন অনেক অ্যাপ আছে যেগুলা ব্যাবহার করলে সময় তো ভালো কাটবেই,একই সাথে সময়টা কাজেও লাগানো যাবে।
সেরকমই ৮টি অ্যান্ড্রয়েড অ্যাপ এর কথা আজ বলবো।
১. Sudoku:
পত্রিকার পাতা খুললেই আমরা সুডোকু নামের একটা ছক দেখতে পাই। সেখানে অনেক গুলো সংখ্যা এলোমেলো করে দেওয়া থাকে। প্রতিটি ছকে কোন কোন সংখ্যা বসতে পারে এটা হিসেব করাই হলো সুডোকু খেলার মূল অংশ। তবে পত্রিকা তো সব জায়গায় বহন করে নেওয়া যায় না,তাই এটা এখন মোবাইলেও খেলা যায়। এটা খেলার ফলে যেমন বুদ্ধির ব্যায়াম হয়,তেমনি সময়ও কাটে।
২. Tic Tac Toe:
কাটাকুটি খেলার কথা তো আমরা সবাই জানি! এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর,যে কখনোই এটা খেলে নি। কাটাকুটি খেলারই ইংরেজি নাম হলো ‘টিক ট্যাক টো’। এই খেলা দুটি মোডে খেলা যায়। ফ্রেন্ড ও কম্পিউটার। এটাও বেশ মজাদার একটা খেলা।
৩. Cyberlink Power Director:
মুঠোফোনের বদৌলতে এখন খুব পরিষ্কার ও সুন্দর ভাবে যেকোনো একটা দৃশ্য কে ধারণ করা যায় খুব সহজেই। আর পাওয়ার ডিরেক্টর এর মতন একটা  অ্যাপ থাকলে তো কথাই নেই! খুব তাড়াতাড়ি বিভিন্ন ইফেক্ট দিয়ে ভিডিও সম্পাদনাও করা যাবে। এতে রয়েছে বিভিন্ন টুলস,যার মাধ্যেম ভিডিও কে আরো আকর্ষনীয় করে তোলা যায়
৪. Walk Band:
আমাদের মধ্যে অনেকেরই তো ইচ্ছা করে গিটার দিয়ে টুং টাং আওয়াজ তুলতে। বা পিয়ানো দিয়ে বিটোফেনের নোট তুলতে। কিন্তু অনেকেরই হয়তো সেই সৌভাগ্যটা হয়ে উঠে না। তাদের জন্যই এই অ্যাপ। এর সাহায্যে গিটার,পিয়ানো থেকে শুরু করে ড্রাম,বেজ সবই পাওয়া যাবে। আর ইউটিউবে ঢুকলেই পাওয়া যাবে এটার অনেক টিউটোরিয়াল ভিডিও।
৫.  Mazes:
এটা  এক ধরণের গোলকধাঁধা।  এই গেমে একটা বল থাকে আর অনেকগুলো পথ থাকে। কিন্তু সব পথ সঠিক না। নিজেদের বুদ্ধি খাঁটিয়ে বের করতে হবে যে বলটা কোন পথ দিয়ে বের হতে পারবে। এই গেম খেলতে খেলতে মস্তিষ্ক তুখোড় হয়ে উঠে।
৬. Cut The Rope:
এটা একটা মজাদার গেম। এখানে একটা ব্যাঙ থাকে,যাকে ক্যান্ডি খাওয়াতে হবে। কিন্তু ক্যান্ডি দড়ি দিয়ে বাঁধা থাকে। দড়িগুলো কে এমনভাবে কাটতে হবে যেন তা ব্যাঙের মুখে পড়ে। এই গেমের অনেকগুলো ভার্সন ও লেভেল আছে। একেকটা একেকটার চেয়ে কঠিনতর। এই অ্যাপ সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।
৭. Duolingo:
এটা ভাষা শিক্ষার অ্যাপ। আমাদের মধ্যে অনেকেরই বহুভাষী হওয়ার স্বপ্ন থাকলেও কোনো প্রতিষ্ঠানে যেয়ে শিখে আসার সময় খুব কম। কিন্তু Duolingo র সাহায্যে খুব সহজেই ইংরেজি, স্প্যানিশ, কোরিয়ান,জাপানিজ সহ অনেক ভাষা শেখা যাবে। শেখা সহজ করার জন্য প্রত্যেকটা ভাষাকে বিভিন্ন লেভেলে ভাগ করা হয়েছে। যেমন খাদ্য,পোশাক,পশুপাখি ইত্যাদি। এছাড়াও রয়েছে নিজেকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে যাচাই করার সুযোগ। এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
৮. Tricky  Test 2:
এটা একধরণের আই কিউ টেস্ট গেম। এইখানে ১০০ টারও বেশি লেভেল রয়েছে। ১৪০ পয়েন্ট থেকে এর খেলা শুরু হয়। যত ভুল হয়,তত পয়েন্ট কাটা যাবে। এখানে বিভিন্ন প্রশ্ন করা হবে এবং এর উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার আগে ভালভাবে চিন্তা করতে হবে। কেননা সহজে ভাবলেই এটার উত্তর মিলবে না। প্যাঁচালো ভাবে ভাবতে হবে। অনেক সময় ফোন ঝাঁকালে, উপরনিচ বা ডানবাম করলে উত্তর বের করতে হবে। এই অ্যাপটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

এই সমস্ত অ্যাপগুলো প্লেস্টোর থেকে নামানো যাবে খুব সহজেই।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

আসন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫–২০২৭...

বাংলাদেশ থেকে ১.৫ মিলিয়ন টন আম নিতে আগ্রহী চীন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়া ঘাসুড়া এলাকার একটি রপ্তানিযোগ্য আমবাগান...

‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

ভারতের নাগপুরে হিন্দুত্ববাদীদের তাণ্ডব, কারফিউ জারি

ভারতের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভের...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img