সৈকত সাহা
যারা মিউজিক লাভার তাদের জন্য আসছে সুখবর। বর্তমান সময়ের ভিডিও দেখার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইউটিউব। আর এই ইউটিউবে গান শোনেন না বা দেখেন না এইরকম মানুষ নেই বললেই চলে। তাই এই মিউজিক লাভারদের জন্য ইউটিউব নিয়ে এসেছে ইউটিউব মিউজিক। কিন্তু সমস্যার বিষয় হলো বাংলাদেশে এটা সাপোর্টেড না।
এই সমস্যার সমাধান হিসেবে রয়েছে OG youtube। OG youtube হচ্ছে ইউটিউবের মড। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে এটা দিয়ে গুগল আইডি সাইন ইন করতে পারা যায়না। তবে এ সমস্যার সমাধান তারাই আবার দিয়ে দিছেন। এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে microg নামের এক এমবির একটি এপ্স। ব্যাস কাজ শেষ। এরপর আইডিতে লগ ইন করে ইচ্ছেমতো শুনতে পারেন আপনার পছন্দের গানগুলো।
ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লেয়িং এ কোন প্রবলেম নেই। এছাড়া এই OG youtube দিয়ে ইউটিউবের সব ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাই vidmate আর tubemate এর দিনও শেষ।