নাসার রকেট উৎক্ষেপণ ও স্পেসওয়াক এবার দেখা যাবে নেটফ্লিক্সে সরাসরি
রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশে নভোচারীদের স্পেসওয়াক—এসব চিত্র এবার ঘরে বসেই সরাসরি দেখা যাবে নেটফ্লিক্সে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে। এ বছরের শেষ নাগাদ এ সুবিধা চালু হওয়ার কথা রয়েছে।
চুক্তির আওতায় নেটফ্লিক্সের গ্রাহকরা বিজ্ঞাপন ছাড়া নির্ধারিত সাবস্ক্রিপশন প্ল্যানেই নাসার সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। রকেট উৎক্ষেপণ, মহাকাশে গবেষণা, নভোচারীদের কার্যক্রমসহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিভিন্ন দৃশ্য এতে অন্তর্ভুক্ত থাকবে।
নাসা জানিয়েছে, এই নতুন উদ্যোগের ফলে বিশ্বব্যাপী আরও বেশি দর্শকের কাছে মহাকাশ গবেষণার নানা দিক পৌঁছানো সম্ভব হবে। এর আগে ২০২৩ সালে চালু হওয়া নাসার নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নাসা+’-এর মাধ্যমে এসব দৃশ্য বিনা মূল্যে সরাসরি দেখানো হতো, এবং তা আগের মতোই চালু থাকবে।
নেটফ্লিক্সে ‘নাসা+’ নামে একটি আলাদা ট্যাব চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নাসার সব সম্প্রচার ও মিশনের তালিকা সহজেই পাওয়া যাবে।