সৈকত সাহা
প্রযুক্তির এই যুগে সব থেকে বেশি ব্যবহৃত প্রযুক্তিপন্য হচ্ছে স্মার্টফোন। তবে স্মার্টফোনের সব থেকে বড় সমস্যা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। ৮০% এর ও বেশি মানুষ সঠিকভাবে জানেন না যে কিভাবে ব্যবহার করলে অথবা কিভাবে চার্জ করলে ব্যাটারি ব্যাকআপ প্রথম দিনের মতই থাকবে। আসুুন জেনে নেয়া যাক সেই পদ্ধতিগুলো।
মোবাইল ফোন কেনার সময় ফোনের সাথে যে চার্জার ও ক্যাবল দেওয়া হয় সবসময় সেই চার্জার ও ক্যাবল ব্যবহার করতে হবে। তৃৃৃতীয় পক্ষের কোন চার্জার অথবা ক্যাবল ব্যবহার করলে ফোন ধীরগতিতে চার্জ হবে যা ব্যাটারির কোষ এর জন্য ক্ষতিকর।
সবসময় ১০০% চার্জ করা থেকে বিরত থাকুন। ৮০-৮৫% এর মধ্যে চার্জ করুন।
বারবার ফুল চার্জ করলে ব্যাটারির লাইফ সার্কেল কমতে থাকবে। ২০% এ আসলেই ফোনটি চার্জে দেওয়ার চেষ্টা করুন। ১৪% এর নিচে নামতে দিবেন না কারন এতে ব্যাটারির উপর মারাত্নক প্রভাব বা চাপ পড়ে। বারবার ০% করা থেকে সম্পূর্ন বিরত থাকুন। কারন এর ফলে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়।
ব্যাকগ্রাউন্ড এ সবসময় ফেসবুক,ইনস্টাগ্রাম,ক্লাশ অফ ক্লান্স রাখা থেকে বিরত থাকুন। কারন এগুলো ব্যাটারি খেকো অ্যাপ হিসবেই বহুল পরিচিত!
প্রতিমাসে কমপক্ষে একবার ব্যাটারি ক্যালিব্রেশন করুন। ক্যালিব্রেশন করতে হলে ফোনের চার্জ একদম ০% করুন।তারপর ফোনটি বন্ধ অবস্থায় ১০০% করুন। এতে ব্যাটারি সেল গুলো পুনঃজীবন পায়। ব্যাটারি ক্যালিব্রেশন করার পর উপরের নিয়ম অনু্যায়ী আপনার প্রিয় মোবাইলটি চালানো শুরু করুন।এতে আপনি আগের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ ও পাবেন সাথে সাথে আপনার মোবাইলের ব্যাটারিটি তাড়াতাড়ি নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা পাবে।