ফারহানা ইসলাম
“প্রাণ” হলো প্রাকৃতিক অপ্টিমাইজেশনের ফসল। প্রকৃতি যে প্রসেসকে অপ্টিমাইজড করার চেষ্টা করছে তার নাম Dissipation Driven Adaptation,এর প্রবক্তা MIT এর জেরেমি ইংল্যান্ড। DDA প্রসেসে লক্ষ্যহীন কিছু কণা দলবেঁধে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ ও ব্যয় করে। অপ্টিমাইজেশনের ফলে DDA এর মাধ্যমে জটিলতর প্রাণের উদ্ভব হয়, যাদের শক্তি সংগ্রহ ও ব্যয়ের দক্ষতাও ক্রমান্বয়ে বাড়তে থাকে। যেমন: কিছু না ঘটলে মেঝেতে পড়ে থাকা চিনি অনেকক্ষণ পর্যন্ত অক্ষত থাকতে পারে, কিন্তু পিঁপড়ার কারণে এই চিনিতে সংরক্ষিত শক্তির দ্রুত মুক্তি ঘটে (এখানে পিঁপড়া একটা অপ্টিমাইজেশন)। একইভাবে, মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর উদ্ভব না ঘটলে, মাটির নিচে চাপা থাকা পেট্রোলিয়াম শক্তির মুক্তি ঘটাতে মহাবিশ্বকে কয়েক বিলিয়ন বছরের বেশি অপেক্ষা করতে হতো (মানুষ একটু অ্যাডভান্সড অপ্টিমাইজেশন) । অন্যভাবে বললে বলা যায় যে DDA অপ্টিমাইজেশনের ফলে, মহাবিশ্বের এন্ট্রপির দক্ষতাও বাড়তে থাকে।
তথ্যসূত্র: A new physics theory of life