বিশ্বজুড়ে সক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে আগাম ধারণা পেতে মহাকাশ থেকে সরাসরি নজরদারি চালাচ্ছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, বিভিন্ন স্যাটেলাইট ও উন্নত যন্ত্রপাতির মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তে থাকা আগ্নেয়গিরিগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
নাসার তথ্যমতে, এ কার্যক্রমের অংশ হিসেবে ল্যান্ডস্যাট ৮ ও ৯ স্যাটেলাইট ব্যবহার করে আগ্নেয়গিরির তাপমাত্রা, ছাই ও ভূ-প্রক্রিয়ার আপডেট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সেন্টিনেল-৫পি স্যাটেলাইটের মাধ্যমে সালফার ডাই–অক্সাইডসহ বিভিন্ন বিষাক্ত গ্যাস শনাক্ত করা হচ্ছে, যা অগ্ন্যুৎপাতে নির্গত হয়। এ ছাড়া ছাইযুক্ত মেঘের সরাসরি ছবি ও অ্যারোসলের মাত্রাও পর্যবেক্ষণ করছে অন্যান্য স্যাটেলাইট।
নাসার বিজ্ঞানীরা বলছেন, অগ্ন্যুৎপাতের নির্ভরযোগ্য পূর্বাভাস এখনও সম্ভব নয়, যার ফলে আগ্নেয়গিরির আশপাশে বসবাসকারী মানুষদের জীবনের ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে আগ্নেয়গিরির কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে পরিবেশগত পরিবর্তন, গ্যাস নির্গমন এবং ভূমি বিকৃতি সম্পর্কে তথ্য বিশ্লেষণ করে আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে।
নাসার আমেস রিসার্চ সেন্টারের আর্থ সায়েন্স বিভাগের প্রধান আগ্নেয়গিরিবিদ ফ্লোরিয়ান শোয়ান্ডনার বলেন,
“আমরা আগ্নেয়গিরির পূর্বাভাস ব্যবস্থা আরও নিখুঁত করার সুযোগ দেখছি। নতুন প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ ক্ষেত্রে অনেক উন্নতি সম্ভব।”
বিশ্লেষকদের মতে, এই নজরদারি ভবিষ্যতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করতে সহায়ক হবে। দীর্ঘমেয়াদে এটি শুধু বিপর্যয় প্রতিরোধ নয়, বরং বৈশ্বিক জলবায়ু প্রভাব বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।