সৈকত সাহা
ঘুরতে যাওয়া থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান সব জায়গাতেই আমরা মোবাইল এর মাধ্যমে অলসল্প ভিডিও করে থাকি। সেগুলো সুন্দর করার জন্য আবার ভিডিও এডিট ও করে থাকি। তাই ভালো ভালো ভিডিও এডিটিং অ্যাপ্সগুলোর সম্বন্ধে জ্ঞান রাখা জরুরী। তো চলুন দেখে নেওয়া যাক ভালো ভিডিও এডিটিং অ্যাপ্সগুলোর সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য:
Kinemaster-pro video editor: নামেও যেমন মাষ্টার কাজেও তেমন ওস্তাদ। হ্যাঁ, আপনারা অনেকেই এর নামে শুনেছেন। কি নেই এতে! একটা পিসি বেইজড ভিডিও এডিটিং সফ্টওয়্যারে যা থাকে তার প্রায় সবকিছুই আছে এতে। এছাড়া এর মধ্যে অনন্য গ্রীন স্ক্রীন ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড চেন্জের ব্যাপারটা রয়েছে যা ব্যাপক দারুন। আর তাছাড়া আপনি বিভিন্ন কৌশল ব্যাবহার করে খুব সহজেই একটা ভিডিওকে পিসির মতো এডিট করতে পারবেন।যদিও অ্যাপ্সটা প্লেস্টোরে ফ্রি,তবে এর বিভিন্ন ফিচার ব্যাবহার করতে হলে আপনাকে টাকা গুনতে হবে।
Power Director video editor: অনেকেই Cyberlink power director এর নাম শুনে থাকবেন। তবে সেটা হলো পিসির জন্য।
আর তারই এন্ড্রয়েড ভার্শন Power director।কিছু দিক দিয়ে এটা Kinemaster কেও ছাড়িয়ে যায়,তবে আবার কিছু দিক দিয়ে পিছিয়েও পড়ে।
যদি আপনি মোবাইলে ভিডিও এডিটিং এর মজা নিতে চান তবে অবশ্যই অ্যাপ্সটা ট্রাই করে দেখতে পারেন। আর এটাও প্লেষ্টোরে ফ্রি কিন্তু বিভিন্ন ফিচার আনলক করতে হলে টাকা খরচ করতে হবে।
Filmora Go free video editor:প্লেস্টোরের এডিটোর্স চয়েজেড একটি এপস,নানা রকম ইফেক্ট এবং ভিডিও কোয়ালিটির জন্য এটি দারুন জনপ্রিয়।
Adobe premiere Clip:নাম শুনেই বোঝা যাচ্ছে এটা এডোবির অফিশিয়াল অ্যাপ্স। এটাতে কাজ করতে হলে এডোবির একাউন্ট থাকতে হবে, যা খোলা একেবারেই সোজা। তবে এটা পিসি ভার্শনের মতো অতটা কার্যকরী নয়,কিন্তু বিভিন্ন প্রেজেন্টেশন বা ছোটোখাটো ভিডিও তৈরীতে দারুন উপযোগী।
Viva video: বর্তমানে বহুল ব্যবহৃত অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ্স এটি। বেশ ভালো এবং নানান রকম ফিচার নিয়ে তৈরী এই অ্যাপ্সটি অবশ্যই ব্যাবহার করে দেখতে পারেন।
এছাড়া আরো অনেক ভিডিও এডিটিং অ্যাপ্সেরও বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। তার মধ্যে loopsie,Magisto,Action director,Video Shop,Video Show এগুলো ব্যাবহার করে ভালো ফলাফল পেতে পারেন।