ইশতিয়াক আহমেদ
তথ্য প্রযুক্তি ডেস্ক
ফেসবুক তার ওকুলাস গো ভিআর সেটে বাস্তবিক ছবি আর শব্দের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিলো। কিন্তু সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা বিশ্বাস করেন যে ভিআর এর শুধু দৃশ্য এবং আওয়াজ এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। চরম ভিআর অভিজ্ঞতার জন্য অন্যান্য ইন্দ্রিয়েরও অংশগ্রহণ প্রয়োজন।
গত বছর, নিমেশা রানাসিং এবং তার দল দেখিয়েছেন যে ভিআর এ সেন্স যুক্ত করার জন্য ইলেক্ট্রোড কীভাবে ব্যবহার করা যায়।
এরই ধারাবাহিকতায় এখন ভিআর এ নতুন দুটি ফিচার যুক্ত হয়েছে। এক হ’ল হেডসেটের নীচে যুক্ত একটি বায়ু মডিউল যা দুই পাখা ব্যবহার করে পরিধানকারীর মুখে কৃত্রিম বায়ু প্রবাহিত করে। অন্যটি একটি তাপমাত্রা মডিউল যা পরিধানকারীর ঘাড়ের পিছনে যুক্ত করা হয় কৃত্রিম তাপ প্রদানের জন্য। বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে প্রতিটি মডিউলের ধারাবাহিক অ্যাপ্লিকেশন অনুকরণ করতে পারে পুরো শরীর আসলে কেমন অনুভব করবে যদি, উদাহরণস্বরূপ, পরিধানকারী উষ্ণ সূর্যের নীচে একটি মরুভূমির মধ্য দিয়ে হাঁটে অথবা একটি পাহাড়ের ঢালের নিচে স্কিইং করে!
ভবিষ্যতে গন্ধ এবং স্পন্দনের মাধ্যমে ভিআর অভিজ্ঞতা বাড়ানোই এখন মূল লক্ষ্য।