রাবেয়া হোসেন এমি
হুট করেই সারা ফেলে দেওয়া এই “ফিজিট স্পিনার” নিয়ে কমবেশি সবারই কৌতুহলের কমতি নেই। ২০১৭ সালের প্রথম দিকেও এই স্পিনার নিয়ে তেমন কোন মাথাব্যথা ছিল না কারো, কিন্তু এই “ফিজিট স্পিনার” কে নিয়ে মাতামাতি তুঙ্গে উঠে যখন যুক্তরাষ্ট্রর একটি স্কুলে পড়ালেখার প্রতি মনযোগা নষ্ট করার কারনে নিষিদ্ধ ঘোষনা করা হয়। কী এই ফিজেট স্পিনার? ফিজেট স্পিনার হচ্ছে প্লাস্টিক ও মেটালের সমন্বয়ে বানানো একটি ছোট ডিভাইস যা এক প্রকারের খেলনা। ১৮০ টাকা থেকে শুরু হয় এই স্পিনারের দাম যা মানসিক চাপ কমানো, মনঃসংযোগ বাড়ানো বা স্নায়ু শিথিল করার জন্য তৈরি করা। এই স্পিনারের মাঝখানে একটি বিয়ারিং বসানো থাকে এবং এই বিয়ারিংটি ধরেই এটি ঘোরানো হয়।
প্রথম পর্যায়ে এটি অটিজমে আক্রান্ত ব্যাক্তির উদ্বেগ বা স্নায়ুবিক অস্থিরতা কমানোর জন্য খেলনা হিসেবে বাজারে ছাড়া হয়েছিল।কিন্তু বর্তমানে কে কত জোড়ে এই স্পিনার চালাতে পারে আর কী কী জিনিসকে ফিজিট স্পিনারে রুপান্তরিত করা যায় এসব নিয়ে ইউটিউব টিউটোরিয়াল ও প্রতিযোগিতায় মেতে উঠেছে।