সৈকত সাহা
প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক অ্যাপ্স ব্যাবহার করে থাকি। প্লে স্টোর এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড এর সর্ববৃহৎ প্লাটফর্ম। সোশ্যাল অ্যাপ এবং গেইম ছাড়াও অনেক অদ্ভুত অদ্ভুত অ্যাপ ও রয়েছে প্লে স্টোরে! সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গেমিং অ্যাপ সম্পর্কে ভালো ধারণা থেকে থাকলে চলুন জেনে নেই প্লে স্টোরের কিছু অদ্ভুত অ্যাপ এবং এদের অদ্ভুত সব কর্মকান্ড সম্পর্কে!
১.Nothing
প্রথমেই আসা যাক Nothing অ্যাপ এর কথায়।এক কথায় এর কোন কাজ নেই। ডাউনলোড করার পর আপনার হোমস্ক্রিনেও কোন আইকন শো করবে না। আর অ্যাপের ভিতরটা সম্পূর্ন কালো। যদি আপনি আপনার টাকা খরচ করার জায়গা না পান তাহলে এই অ্যাপটির প্রো ভার্শন ও কিনতে পারেন!
২.S.M.TH
Send Me To Heaven এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে S.M.T.H। অ্যাপটির কাজ হচ্ছে ফোনটি নিয়ে ক্যাচ ক্যাচ খেলা। আপনাকে ফোনটি প্রথমে উপড়ের দিকে ছুঁড়ে মারতে হবে তারপর আবার তা লুফে নিতে হবে। আপনি আপনার ফোনটি কত উচ্চতায় উঠাতে সক্ষম হয়েছেন তাও মাপবে অ্যাপটি। আপনার মোবাইলের উপর কোন মায়া না থাকলে অ্যাপটি ব্যাবহার করতে পারেন!
৩.Hold On
এটি একটি গেম। এখানে আপনার একটি বাটনকে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং এটি সময় গননা করবে আপনি একবারে কতক্ষন বাটনটি চেপে ধরে রাখতে পারেন। আঙ্গুল ব্যাথা ও সময় নষ্ট করার জন্য এটি একটি দারুন অ্যাপ।
8.Blower
আমরা ফোনের স্পিকারকে গান শোনার কাজে ব্যাবহার করে থাকলেও এই অ্যাপের কাজ হচ্ছে আপনার ফোনের স্পিকার থেকে বাতাস বের করা! অ্যাপটি অধিক ব্যবহারে আপনার ফোনের স্পিকারের বারোটা বাজবে।
৫.I am rich
অ্যাপটির দাম ৯৯৯.৯৯ ডলার! প্লে স্টোরের সব থেকে দামি অ্যাপ গুলোর মধ্যে এটি একটি। কারন এখন পর্যন্ত এর থেকে বেশি দামের কোন অ্যাপ বের হয়নি। যদি কখনো বেরও হয় তাহলে সাথে সাথেই এরাও আবার এটির দাম বাড়িয়ে দেবে! আর অ্যাপটির কাজ হচ্ছে কিছুনা! আপনি যদি টাকা খরচ করার জায়গা না পান আর শো অফ করতে চান তাহলে অ্যাপটি আপনার জন্যই!