প্রযুক্তি অঙ্গনে এই সময় সবচেয়ে আলোচিত চরিত্র সোফিয়া এবার বাংলাদেশে আসছে।
কোনো মানুষ নন সোফিয়া। হংকনের একটি কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি এই সোফিয়া। সঙ্গে আসছেন তাঁর জনক। হংকনে তাঁর জন্ম এবং সৌদি আরব প্রথম তাকে নাগরিকত্ত্ব দেন। এর আগে কোনো রোবটকে নাগরিকত্ত্ব দেয়া হয়নি।
ঢাকায় আগামী ৬ই ডিসেম্বর শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ড এর উদ্বোধনীতে উপস্থিত থাকবেন সোফিয়া। সঙ্গে থাকবেন তাঁর জন্মদাতা ডঃ ডেবিট হ্যানসন। প্রযুক্তি ক্ষেত্রে উন্নত দেশগুলোর বর্তমানে আগ্রহ এখন কৃত্তিম বুদ্ধিমত্তায়। বাংলাদেশও আধুনিক এ প্রযুক্তির উন্নয়নে সমান আগ্রহী। এজন্য সোফিয়াকে ডিজিটাল ওয়ার্ল্ড এ আমন্ত্রণ জানানো হয়েছে।
৫ই ডিসেম্বর রাত ১২ টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তার। ৬ই ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড এ উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখী হবেন সোফিয়া। সোফিয়ার বুদ্ধিমত্তায় চমৎকৃত হয়ে তাৎক্ষণিক নাগরিকত্ত্ব দিয়েছেন সৌদি আরব। এ কথা শুনে সোফিয়া সৌদি আরবকে কৃতজ্ঞতা জানান। গত সপ্তাহে ইউ এন ডি পি সুফিয়াকে বিশ্বের প্রথম নন হিউম্যান ইনোভেশন যান্ত্রিয়ন হিসেবে ঘোষনা পান। রোবট সোফিয়াকে সরাসরি দেখার জন্য চালু করা হয়েছে রেজিস্ট্রেশন পদ্ধতি। রেজিস্ট্রেশন ছাড়া কাউকে সম্মেলনে ঢুকতে দেয়া হবে না।
–আরিফা সুলতানা রিমি