Saturday, July 5, 2025
27.2 C
Dhaka

পৃথিবী গোলাকার নয় বরং ফ্ল্যাট বা সমতল

ইশতিয়াক আহমেদ

কোপার্নিকাস,গ্যালিলিও, ব্রুনো তাদের পুরোটা জীবদ্দশায় যুদ্ধ করেছেন ধর্মীয় বিশ্বাস ভিত্তিক “সমতল পৃথিবীর” বিপক্ষে।কেবল বাইবেলের বিরুদ্ধে তাদের “গোলাকার পৃথিবী ও সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিনশীল পৃথিবী” তত্ত্ব হওয়ায় ভোগ করেছেন অবর্ণনীয় নির্যাতন। রোমান ক্যাথলিক ইনক্যুইজেশন গ্যালিলিওকে মৃত্যু পর্যন্ত কারাবন্দি করে রেখেছিল।তার অধিকাংশ গবেষণা প্রবন্ধ “ইলিউমিনাটি” বা শয়তানের কৃতকর্ম বলে উল্লেখ করে ধ্বংস ও পুড়িয়ে ফেলা হয়। শুধু তাই নয় গ্যালিলিওকে যে “প্রিজন সেলে” রাখা হয়েছিল সেখানে তিনি কোনমতে বসতে পারতেন।শোবার মতোও সামান্য স্থান ছিল না । আর ব্রুনোর কাহিনি আরও মারাত্মক।ব্রুনোকে গরম তেলে পুড়িয়ে মারা হয়েছিল। তার পূর্বে রোমান ইনক্যুইজেশনের ইনকুইজিটর কার্ডিনাল বেলারমাইন ব্রুনোকে তাঁর ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলেন। কিন্তু ব্রুনো তা করতে অস্বীকৃতি জানান। রায় শুনে ব্রুনো বিচারকদের শাসিয়ে দিয়ে বলেন, “ আপনারা হয়তো আমার সাথে হেরে যাবার ভয়ে আমার বিরুদ্ধে এই রায় দিয়েছেন। আমি এটি গ্রহণ করলাম।‘

ইলিউমিনাটি বলে সেই সময়ে লক্ষ মানুষ হত্যা করেছিল তারা। কিন্তু ধীরে ধীরে সত্যের সন্ধান পেয়ে হিংস্র থেকে পশ্চিমারা আজ অনেকটাই সভ্য।মহাশূন্য নিয়ে কোপার্নিকাস,গ্যালিলিও, ব্রুনোদের মতবাদই ধীরে ধীরে সবার কাছে সঠিক বলে পরিগণিত হয়। জ্ঞান-বিজ্ঞান ও মানবিকতাকে পুজি করে তারা গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছেন।কিন্তু ,গোঁড়া ধর্ম বিশ্বাসী, মূর্খদের সংখ্যাও নেহাত কম না ! “ফ্লাট আর্থ সোসাইটি” নামক এক সংগঠনের কথা আমরা প্রায় সবাই জানি। সেই সংগঠন সম্প্রতি বিভিন্ন ফান্ড যোগাড় করছে “পৃথিবী যে সমতল” তা প্রমান করার জন্য। খোদ নাসার দেশ আমেরিকার এনবিএ বাস্কেটবল তারকা ক্যাইরে, হিপহপ তারকা B.o.B এমন ফান্ড যোগাড়ের নেতৃত্ব দিচ্ছেন । তাদের মতে নাসা হল ভুয়া গোলাকার পৃথিবী বিশ্বাসীদের চক্রান্তকারী একটি প্রতিষ্ঠান ! নাসা স্পেস ট্রিপ নিয়ে যেসব ভিডিও দেখায় তা সিজিআই গ্রাফিক্স ছাড়া কিছুই নয়। এলন মাস্ক সহ নেতৃিস্থানীয় মহাকাশভ্রমন প্রতিষ্ঠানের কর্ণধারেরা “শয়তানের চ্যালা” ছাড়া কিছুই না । তারা তাদের শয়তানি জাদু দিয়ে সাধারন মানুষকে বোকা বানাচ্ছে।

তাদেরই একজন মাইক হিউ নামের এক ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। যিনি একটি বাস্পচালিত রকেট ব্যাবহার করে ভুমি থেকে কিছুটা উচ্চতায় উড়ে গিয়ে প্রমান করতে চান যে পৃথিবী গোলাকার নয় , বরং ফ্ল্যাট বা সমতল।হিউ একজন অভিজ্ঞ ল্যেমুজেন ড্রাইভার। ২০০৩ সালে লেম্যু জাম্পে তিনি “গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস” এ নাম লিখান । প্রাতিষ্ঠানিক কোন ডিগ্রি না থাকলেও তিনি একজন অভিজ্ঞ অটোমোটিভ ইঞ্জিনিয়ার। তিনি ন্যাসকার রেসিংয়ে বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। তাই ইঞ্জিন নিয়ে তার অভিজ্ঞতা কম না! তাই তার অভিজ্ঞতাকে পুজি করে, ঘণ্টায় ৫০০ মাইল বেগ তুলতে পারে এমন একটি বাস্পচালিত জেট রকেট তৈরি করেছেন। রকেটের বডি হিসেবে তিনি স্ক্র্যাপ মেটাল ব্যাবহার করছেন ।

তিনি এক সংবাদ সম্মেলনে জানান, শয়তান জ্যোতির্বিদেরা বায়ুমণ্ডল সম্পর্কে যে তথ্য দেন তা সম্পূর্ণ ভুল । তিনি অ্যাটমোস্ফেয়ার টার্মের পরিবর্তে “অ্যাটমোফ্ল্যাট(atmoflat)” টার্ম ব্যাবহার করেন । তিনি দীর্ঘকাল গবেষণা করে খুঁজে পেয়েছেন যে বায়ুমণ্ডল আসলে মাত্র কয়েক কিলোমিটার ব্যাপি।৬১ বছর বয়স্ক হিউ তাই তার রকেটটি ব্যাবহার করে প্রাথমিকভাবে ১৮০০ ফুট উচ্চতা বা অর্ধ কিলোমিটারের সামান্য কিছু বেশি উচ্চতায় পৌঁছুতে চান , যেখান থেকে তিনি সমতল পৃথিবীর ছবি ধারন করে সত্যতা প্রমান করতে চান । আগামি শনিবার মোজাভে মরুভুমি থেকে তার রকেট তাকে সহ উড্ডয়নের কথা !

হিউ বিজ্ঞানে বিশ্বাসী নিন । তার মতে সাইন্স ও সাইন্স ফিকশন একই জিনিস । তিনি এ চক্রান্তকে প্রতিহত করতে চান। তিনি দাবি করেন তার ডেরায় অনেক তরুন আছে , যারা একসময় মিথ্যে গোলাকার পৃথিবীতত্ত্বকে প্রতিহত করবে। তিনি সামনে আরও উন্নত প্রযুক্তির রকেট তৈরি করবেন যা কয়েক ডজন উচ্চতায় উঠতে পারবে । ইতিমধ্যে তিনি ১৫০,০০০ ডলার ফান্ড যোগার করেছেন । তিনি শনিবারে যে বাস্পচালিত রকেট নিয়ে উড্ডয়ন করবেন তা তৈরি করতে তার ২০,০০০ ডলার খরচ হয়েছে । তিনি তার এই রকেটের গায়ে ” research flat earth” লিখেছেন। এর আগেও ২০১৪ সালে তিনি এমন একটি ব্যর্থ প্রচেষ্টা করেন। সে যাত্রায় কিছু ফুট উঠার পড়ে তার রকেট তাপ পরিবহন বন্ধ করে দেয়। ফলে যথেষ্ট বাস্প উৎপন্ন না হওয়ায় তা ভুমিতে পতিত হয়। বেশি উচ্চতায়ই না উঠায় গ্রাভিটি সে যাত্রায় তাকে ছেড়ে দেয়। বুকের পাঁজর ভাঙ্গা সহ কয়েকটি মাইনর ইঞ্জুরি হয়েছিল। এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন , মানুষের জন্ম হয়েছে সত্যকে আবিস্কার করার জন্য। তাই এবারে তিনি যদি সত্যি আবিস্কার করে মারাও যান , তবে পৃথিবীর মানুষ তাকে কীর্তিমান হিসেবে বিবেচনা করবে !

সমতল বাসীদের মতে অ্যান্টার্কটিকার বরফ হল আসলে একধরনের দেওয়াল। যা পৃথিবীর সাগর ও মহাসাগরের জল ধরে রাখে। অনেকটা খাবার প্লেটের চারেপাশের উঁচু ঢালুর মত । GoFundMe নামক একটি আমেরিকান ফ্ল্যাট আর্থ সোসাইটি ভিত্তিক ব্রডকাস্ট প্রতিষ্ঠান এই বরফের দেওয়ালে “সার্ভাইভিং” অনুষ্ঠান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে , ইতিমধ্যে শখানেক লোক এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছেন ! আপনি এসব শুনে গড়াগড়ি দিয়ে হাসবেন নাকি চিন্তামগ্ন হয়ে ভাববেন, তা আপনার বিষয়।

সূত্র: সায়েন্স এলার্ট

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

২ বিলিয়ন ডলারের জালিয়াতি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় ব্যবসায়ী নেহাল মোদি

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নেহাল মোদি, ২ বিলিয়ন ডলারের ব্যাংক কেলেঙ্কারিতে...

১০২ বছর বয়সী চিকিৎসকের মুখে দীর্ঘ জীবন ও তারুণ্য ধরে রাখার রহস্য

বিশ্বের সবচেয়ে বয়সী সক্রিয় চিকিৎসক ডা. হাওয়ার্ড টাকার। ১৯৪৭...

সরকারি অনুমোদন না মেলায় চীনে যাত্রা অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের

সরকারি ছাড়পত্র না মেলায় চীন সফর অনিশ্চিত শাবিপ্রবি ও...

বাংলাদেশের পর এবার ইংল্যান্ড, শূন্যে থামলেও ক্ষতি নয়

বাংলাদেশের পর এবার ইংল্যান্ড, শূন্য রানে থামলেও ক্ষতি নয় এজবাস্টন...

ঢাকার পূর্ব নয়াটোলায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার পূর্ব নয়াটোলায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকার মগবাজারের...

আকারে বাড়ছে প্রমোদতরি, দাম কত পড়ছে?

বড় হচ্ছে প্রমোদতরির আকার, কত পড়ছে দাম? আন্তর্জাতিক বাজারে প্রমোদতরি...

গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরায়েলি সেনার মৃত্যু

গাজায় নিজেদের গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: ইসরায়েলি সেনাবাহিনীর...

কুমিল্লায় মা-সন্তান হত্যাকাণ্ডে আরও ৬ জন গ্রেপ্তার

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় আরও ৬ জন...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img