ইশতিয়াক আহমেদ
তথ্য প্রযুক্তি ডেস্ক
ভিনগ্রহবাসীর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সিনেমায় যুদ্ধ করেন নায়ক। এতদিন এমনটা দেখে এলেও থার্ড পারসন অ্যাকশন গেম ‘রেড ফ্যাকশন:গেরিলা’-তে আপনাকে খেলতে হবে পৃথিবীর হাত থেকে অন্য গ্রহকে বাঁচাতে। গেরিলা যুদ্ধে অংশ নিতে হবে মঙ্গলবাসী খনি শ্রমিক এলেক ম্যাসনের ভূমিকায়।
প্রতিপক্ষ পৃথিবীর আর্থ ডিফেন্স ফোর্স বা ইডিএফ। ইডিএফের উন্নত অস্ত্রের আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে মঙ্গলবাসী শ্রমিকদের দল ‘রেড ফ্যাকশন’। গেরিলাযুদ্ধে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনার কাজ হলো, শ্রমিক যোদ্ধাদের লক্ষ্য অর্জনে সহায়তা করা। আর এজন্য শত্রুপক্ষের স্থাপনা ধ্বংস করার ক্ষমতা আছে আপনার। এজন্য যে ধরণের অস্ত্র দরকার তার সবই পাবেন এ গেমে।
গেমে ৩টি উপায়ে ধ্বংস নিয়ন্ত্রণ করা যাবে। প্রথম উপায়ে আপনি ইচ্ছা করলে শত্রুর স্থাপনা ধ্বংস করে তা নিজের করে নিতে পারেন। দ্বিতীয় উপায়ে শত্রুকে আয়ত্তে পাওয়া মাত্র হত্যা করতে হবে। আর শেষটিতে নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে হবে। গেমের একাধিক খেলোয়াড়ের একসঙ্গে খেলার (মাল্টিপ্লেয়ার ভার্সন) সুবিধাও রয়েছে।
গেমটির কিছু অসাধারণ দিক হলো হাই রেজুলেশনের দুর্দান্ত গ্রাফিক্স এবং ধ্বংস করার চরম আনন্দ পাওয়া যায়।
যা যা লাগবে: অপারেটিং সিস্টেম-উইন্ডোজ এক্সপি,ভিস্তা; প্রসেসর-ইন্টেল কোর টু ডুয়ো দুই গিগাহার্জ; র্যাম- ১ গিগাবাইট; গ্রাফিক্স- ১২৮ মেগাবাইট; খালি জায়গা- ১ গিগাবাইট; ডাইরেক্ট এক্স- ৯.০।