দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ মার্চ আবারও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে দলটি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবেশের ডাক দেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১ মার্চ এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১১ মার্চ রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেন। ৩ মার্চ জনসভার দিন পরিবর্তন করে ১২ মার্চ করার ঘোষণা দেন তিনি। ওই দিনই পুলিশসহ সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় বলে রিজভী সংবাদ মাধ্যমকে জানান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চেয়েছিল বিএনপি। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে জনসভার অনুমতি পায়নি দলটি।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই স্থানে একই দাবিতে সমাবেশ করতে চেয়ে সংশ্নিষ্টদের কাছ থেকে অনুমতি পায়নি বিএনপি। পরে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি দিলেও ‘অনুমতি না থাকায়’ সেটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে করতে পারেনি। পরে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।