সন্ত্রাসবাদে জড়িত ৩৬ বাংলাদেশির মধ্যে অধিকাংশকে ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় উগ্রবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে অধিকাংশকে শিগগিরই দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে মালয়েশিয়ায় তদন্ত অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, “এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যায়, যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশকেই দেশে ফেরত পাঠানো হবে। ফেরত আসার পর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্যাপারে তদন্ত পরিচালনা করবে।”
মালয়েশিয়ার জোহর, সেলাঙ্গরসহ বিভিন্ন এলাকায় ২৪ জুন থেকে চালানো নিরাপত্তা অভিযানে ওই ৩৬ জন বাংলাদেশিকে আটক করে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইল দেশটির গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন সরাসরি সন্ত্রাসবাদে জড়িত বলে চিহ্নিত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায় অনুযায়ী শাহ আলম ও জোহর বাহরুর সেশন কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আরও ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত চলছে, যাদের বিরুদ্ধে উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার সন্দেহ রয়েছে। অভিযোগ রয়েছে, আটক কিছু ব্যক্তি ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শে বিশ্বাস করে মালয়েশিয়ায় উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছিলেন।