ব্যস্ততম শহরের ব্যস্ততার সকল গন্ডি ছাপিয়ে, স্বপ্নীল বাংলার স্বপ্নকে রাঙিয়ে আবারও ঢাকায় সকল বিতার্কিকদের সাথে নিয়ে যুক্তির পসরা সাজাবে “বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটি “। সংগঠনটির আয়োজনে শুরু হচ্ছে তৃতীয় জাতীয় বিতর্ক উৎসব ২০১৯ এর। এ আয়োজনে থাকছে প্ল্যানচেট, ক্যারেক্টর ডিবেট, আঞ্চলিক বিতর্কের মত ভিন্ন ধারার কিছু বিতর্ক। সেই সাথে নবীনদের জন্য থাকছে বিতর্ক বিষয়ক ওয়ার্কশপ, মোটিভেশন এবং বিতর্ক অঙ্গনে নিজেকে তুলে ধরার এক অপূর্ব সুযোগ। থাকছে বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরার জন্য স্কীল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ
এই আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীতকলা মিলনায়তনে ১৯শে জুলাই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে পারবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো শিক্ষার্থী।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৩০শে জুন।
ইভেন্ট লিংকঃ www.facebook.com/events/2259125084349740/
আয়োজনটিতে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে “চ্যানেল আগামী”