গতোকাল মিরপুর-১৩ এবং মিরপুর-১৪ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের সহায়তায় একদল লাঠিধারী যুবক নৃশংস তান্ডব চালায়। শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় অতর্কিতভাবে।
হঠাৎ তান্ডবে আসা মুখোশধারী যুবকদের সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি। এক মহিলা সাংবাদিকের উপর হামলা চালিয়ে ভাঙা হয় ক্যামেরা। আঘাত করা হয় শরীরেও। শিক্ষার্থীদের মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়। কিন্তু পুলিশ কি আদৌ এদের এই দায়িত্ব দিয়েছিলো? দিলেও কেন?
এরা আসলেই কি কোনো রাজনৈতিক নেতা? নাকি ভাড়া করা গুন্ডা?! ছাত্ররা দাবী করছে এরা বিভিন্ন শ্রমিক কর্মচারী এবং বাসের কর্মচারী।
এদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশের ভবিষ্যৎ এর উপর এমন পৈশাচিক হামলার নিন্দা জানান সকলেই। দেশী টেলিভিশন মাধ্যম গুলতে এসব খবর প্রচার না করায় সমালোচনাও হচ্ছে বেশ।