জাতীয় ডেস্ক
মওলানা সাদ কান্ধলভী ইন্ডিয়ার উত্তর প্রদেশের ইউপিতে অবস্থিত বিশ্ব তাবলীগের মূল কেন্দ্র নিজামুদ্দীনের স্বঘোষিত আমির। বিশ্বজুড়ে এই তাবলীগ জামাত কোন আমির বা একক নেতার নেতৃত্বে পরিচালিত হয় না। পরিচালিত হয় নানান স্তরের পরামর্শ ভিত্তিক সদস্যদের মাধ্যমে। মওলানা সাদ কান্ধলভী প্রথম ব্যক্তি যিনি এই বিশাল ব্যবস্থাপনার আরো বয়োজ্যেষ্ঠ উপদেষ্টাদের এড়িয়ে নিজেই একক নেতা বা আমির দাবি করেছেন এবং কিছু অনুসারী জুটে গেলেও নিজামুদ্দীন কেন্দ্রের অন্যরা এবং বিশ্ব তাবলীগের সমস্ত দেশের উপদেষ্টা সদস্যরা এবং তাকে প্রত্যাখ্যান করেন। এ কারণেই বাংলাদেশে তাবলীগ জামাতের আলেমসমাজও তাকে বিশ্ব ইজতেমা নেতৃত্বে সবচে গুরুত্বপূর্ণ পদটিতে দেখতে চান না।
এছাড়াও মওলানা সাদ কান্ধলভী ইসলামী শরীয়াগত ও আক্বীদাগত বিষয়ে বেশকিছু ভুল ধারণা পোষণ করেন ও ভ্রান্তিমূলক বক্তব্য রাখেন যার কারণে উপমহাদেশের সবচে বড় ও গুরুত্বপূর্ণ প্রাচীন ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে তাকে লিখিত ভাবে সতর্ক করা হয়েছে।
আলেমদের আপত্তির মুখে বাংলাদেশের ইজতেমায় আসবেন না ও নেতৃত্ব দেবেন না বলে প্রতিশ্রুতি দিলেও তিনি তা ভঙ্গ করে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন।
ফলশ্রুতিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সংঘটনের ব্যানারে তাবলীগ জামাতের উপদেষ্টা আলেমরা বিমানবন্দর এক্সিট রোডে বিক্ষোভ সমাবেশ করেন।
মওলানা সাদের বলপূর্বক ইজতেমার নেতৃত্বে আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তুলেছে।
-সালমান সাদ