–রাবেয়া হোসেন এ্যামি
অপরিকল্পিত ও সুষ্ঠভাবে নির্মান কাজ না চালানোর জন্য সড়কগুলো বিপর্যস্ত হয়ে পরেছে।আর সংস্কারের কারনবসত রাজধানীর প্রধান সড়কগুলো ভাঙা হয়েছে যার ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বেশ কিছুদিন যাবত রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।আর এতেই নগরীর অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোর সাথে সাথে বড় ও প্রধান সড়কগুলো জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।কোন কোন সড়কের ওপর হাটুপানি আবার সেই সড়কেই ড্রেনের পানি ও আবর্জনা উঠে সয়লাভ। ড্রেন লাইন পরিষ্কারে পর্যাপ্ত উদ্যোগ না থাকায় সামান্য বৃষ্টিপাতেই তলিয়ে যাচ্ছে রাস্তা।এখান থেকেই শুরু নগরজীবনের আরেক ভোগান্তি।
একদিকে বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট আবার এসব অপরিষ্কার নোংরা রাস্তায় চলাফেরা করে নানা রকম রোগে ভুগছেন নগরীরা। আর সেই সুযোগ পেয়ে টাকা হাতিয়ে নিচ্ছে রিকশা-অটো চালকরা।তাছাড়া ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলছে এ জীবনপথ। ভোগান্তির কোন শেষ নেই এই নগরীর মানুষের, নিত্যকালের এ ভোগান্তিতে এক প্রকার দমিয়ে যাচ্ছে মানুষের আশা এবং প্রতিবাদী মনোভাব।