গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। বিএনপি নেতাকর্মীদের প্রচারণার সুযোগ দেয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না এমন তথ্য প্রচার করছে নির্বাচন কমিশন। ভোটে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন কমিশন অনেক কেন্দ্রে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছ। এ সব সরকারের ইচ্ছার প্রতিফলন।
অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিলেও নির্বাচন কমিশন সরকারের দেখানো পথেই হাঁটলেন। কাজেই নির্বাচন কমিশন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের সুষ্ঠু নির্বাচন চায় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।’