আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠেয় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ উপলক্ষে সারাদেশ থেকে ছাত্র-জনতার যাতায়াত নিশ্চিত করতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে এসব ট্রেনে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা ঢাকায় পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে ট্রেনেই গন্তব্যে ফিরে যাবেন। রেলপথ মন্ত্রণালয়ের বরাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরিশোধ করবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে রেল আয় বাড়াতে চায় এবং অতীতে রাজনৈতিক দলসমূহের আবেদনে রেল এই পদ্ধতিতে আয় করেছে। এবারও একই নিয়মে একটি মন্ত্রণালয়ের আবেদনে ৮ জোড়া ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল হোসেন জানান, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। সেই অনুযায়ী দিনে দিনেই আট জোড়া ট্রেনের সূচি চূড়ান্ত করা হয়। এই ট্রেনগুলো ৪ আগস্ট মধ্যরাত থেকে বিভিন্ন জেলা থেকে যাত্রা করে ৫ আগস্ট দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে গন্তব্যে ফিরতি যাত্রা শুরু করবে।
বিশেষ ট্রেন ও ভাড়ার বিবরণ:
-
চট্টগ্রাম-ঢাকা: ১৬ কোচ, ৮৯২ আসন, ভাড়া ৭ লাখ+
-
জয়দেবপুর-ঢাকা: ৮ কোচ, ৭৩৬ আসন, ভাড়া ৭২,৫০০ টাকা
-
নারায়ণগঞ্জ-ঢাকা: ১০ কোচ, ৫১০ আসন, ভাড়া ৫৬,৫০০ টাকা
-
নরসিংদী-ঢাকা: ১২ কোচ, ৬৫২ আসন, ভাড়া ৯৫,০০০ টাকা
-
সিলেট-ঢাকা: ১১ কোচ, ৫৪৮ আসন, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা
-
রাজশাহী-ঢাকা: ৭ কোচ, ৫৪৮ আসন, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা
-
রংপুর-ঢাকা: ১৪ কোচ, ৬৩৮ আসন, ভাড়া ১০ লাখ ৫০ হাজার টাকা
-
ভাঙা-ঢাকা: ৭ কোচ, ৬৭৬ আসন, ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা
সব মিলিয়ে মোট আয় হবে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।
এছাড়া জানা গেছে, ছাত্রদল ইতোমধ্যে ১,১২৬ আসনের একটি ২০ বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে শাহবাগে ছাত্র সমাবেশে অংশগ্রহণের জন্য। জামায়াতে ইসলামীও গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অংশ নিতে চার জোড়া ট্রেন ভাড়া করেছিল, যার ভাড়া ছিল প্রায় ৩২ লাখ টাকা।
রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রত্যেকটি বিশেষ ট্রেনে গন্তব্য অনুযায়ী আসন সংখ্যা এবং সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রংপুর থেকে আগত ট্রেন যাত্রা শুরু করবে ৪ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৫ আগস্ট ভোরে। ঢাকার আশপাশের জেলা থেকে ট্রেনগুলো দুপুরের আগে ঢাকায় পৌঁছাবে। কর্মসূচি শেষে দূরের জেলার ট্রেনগুলো আগে ছেড়ে যাবে এবং পরবর্তীতে কাছাকাছি এলাকার ট্রেনগুলো।
এদিকে, ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানটি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে ঘোষণাপত্র পাঠ করবেন। আয়োজকরা জানিয়েছে, দিনভর মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। বিকালে লাখো কণ্ঠে গাওয়া হবে “জুলাইয়ের গান”, থাকবে কনসার্ট, ড্রোন শো এবং দেশের বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের পরিবেশনা।
দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে ৬৪ জেলার শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো, মোনাজাত, প্রার্থনা, বিজয় মিছিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।