আনিস মিয়া
ময়মনসিংহ প্রতিনিধি
গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,কে,এম ছিদ্দিকুর রহমান। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলার সকল টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুর জন্য অপরিহার্য ও নিরাপদ। এ ক্যাপসুল খাওয়ালে শিশুর কোনো ক্ষতি হয় না। রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বেড়ে উঠা ও অন্যান্য রোগ প্রতিরোধ নিশ্চিত করতে ছয় মাস থেকে ৫ বছর বয়সের মধ্যে শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। সুস্থ জাতি গঠনের লক্ষ্যে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কোন বিকল্প নেই। এসময় স্বাস্থ্য বিভাগের রফিকুল ইসলাম, আজিজুর রহমান, হাসমত আলী, মোশারফ হোসেন, এডিপি’র এইচ.এফ. আমিনা খাতুন, শিউলী আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।