নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল হতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নগরীর বহদ্দারহাট মোড়, মুরাদপুর, ২নং গেইট সহ গুরুত্বপূর্ণ জায়গাসমূহে শিক্ষার্থীরা দিনব্যাপী অবস্থান নেয়।
“খুনি কেনো বাহিরে,আমার ভাই কবরে”, “৪৭ বছরের রাষ্ট্র সংস্কারে নেমেছি, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত”, “৯ টাকায় ১ জিবি নয়, ৯ দফা দাবি যেনো অবিলম্বে কার্যকর হয়” এমন শত শত স্লোগানে, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে নগরীর বিভিন্ন পয়েন্টে। সাধারণ জনগণ হতে শুরু করে প্রশাসনের সর্বাত্মক সমর্থন ছিলো এই কর্মসূচীতে।
ঢাকার মতোই চট্টগ্রামেও ড্রাইভিং লাইসেন্স চেক করে লাইসেন্সহীন গাড়ির চাবি জব্দ করে তা পুলিশকে হস্তান্তর করা হয়। পাশাপাশি সেবামূলক যানবাহনগুলোকে ছাড় দেয়া হয়। রাস্তার যানবাহনকে দুই লাইনে ভাগ করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালিত হয়।
আন্দোলনকালীন সময়ে আশপাশের স্টেশনারীর দোকানগুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। অনেক সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে আন্দোলনকারীদের পানি খাওয়ান। পাশাপাশি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তারাও স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য,শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ সারাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় যাবতীয় পরীক্ষা স্থগিত করে।
-রাশেদুল ইসলাম || চ্যানেল আগামী ||