মেট্রোপলিটন হওয়ার পর গাজীপুরের প্রথম পুলিশ কমিশনার হলেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান,ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়নের তথ্য এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে।
বুধবারের ওই আদেশেই নবগঠিত রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে পুলিশ সদরদপ্তরের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদকে নিয়োগের কথা জানানো হয়েছে,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই আদেশে।