ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারওয়ার হোসেন আলো এর সহযোগিতায় ঈদের দিন বিকালে শুরু হওয়া এই উদ্যোগের সূচনায় উপস্থিত ছিলেন মেয়র সাইদ খোকন।
তিনি জেসিআই ঢাকা হেরিটেজের তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কুরবানির বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি নিজ নিজ মহল্লা পরিষ্কারে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।
মেয়র খোকন বলেন, “ইনশাল্লাহ, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ এবং উত্তর উভয় এলাকার কোরবানির যে বর্জ্য, সেটা সরিয়ে মানুষকে একটা পরিচ্ছন্ন শহর উপহার দেব। আশা করি, নাগরিকদের সহযোগিতা, সম্পৃক্ততা এবং অংশগ্রহণ থাকলে আমরা আমাদের ঘোষিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।”
এছাড়াও জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মীর সাহেদ আলী জানান যে, দ্রুত সময়ে বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন এর সবার সহযোগিতা দরকার, তাই সচেতনতা সৃষ্টির জন্য তারা পুরাণ ঢাকায় এই উদ্যোগ গ্রহণ করেছেন।
বর্জ্য অপসারণের সবাইকে আগ্রহী করতে এ সময় জেসিআই থেকে আরএফএল প্লাস্টিক এর সৌজন্যে বাইতি, বেলচা সহ বিভিন্ন ক্লিনিং কিট বিতরণ করা হয়।